নিউক্লিয়ার প্ল্যান্ট স্থাপন ও দেখাশোনা খরচ একটু বেশি হলেও জ্বালানী খরচ খুবই কম,ওভারঅল খরচ হিসেব করলে পারমাণবিক বিদ্যুৎ ব্যাবস্হা খুবই সাশ্রয়ী।যেহেতু গ্যাস ক্য়লার মজুদ আনলিমিটেড নয় তাই ন্উক্লিয়ার উৎস হচ্ছে উপযুক্ত সমাধান।
এতসব সুবিধার বিপরীতে নীচের ধ্বংসযজ্ঞ সম্পর্কেও জানুন।
চেরনোবিল কিংবা সাম্প্রতিক ফুকুশিমার পারমানবিক দুর্ঘটনা ভুলে যাবার মত নয়।চেরনবিল দুর্ঘটনারায় ও পরবর্তীতে তেজষ্ক্রিয়তায়(ক্যান্সার সহ নানা রোগে) মারা যায় প্রায় ২ লাখ মানুষ।
আজো জন্মাচ্ছে প্রতিবন্ধি শিশু।
ধ্বংসযজ্ঞের পূর্বে চেরনোবিল:-
অনেক বড় প্রশ্ন হল,বাংলাদেশের মত জনবহুল দেশে নিউক্লিয়ার প্ল্যান্ট কোথায় বসানো হবে, নিউক্লিয়ার প্ল্যান্ট হতে হবে লোকালয় থেকে বহু দুরে, এরকম জনশুন্য স্থান কি বাংলাদেশে আছে?
যে বাংলাদেশ সামান্য কয়লা , গ্যাস ক্ষেত্র ভালভাবে রক্ষনাবেক্ষন করতে পারেনা
এই যখন অবস্থা তখন তুলনামূক সরল, ঝুঁকিহীন সৌরবিদ্যুৎ, বায়ুকল হচ্ছে নিরাপদ বাস্তবসম্যত সমাধান।
নিউক্লিয়ার এনার্জী সম্পর্কিত একটি পোষ্টে ব্লগের শুভ রহমান এর একটি কমেন্ট-->জাপান প্রযুক্তিতে এতো উন্নত দেশ হয়েও ফুকোশিমার দুর্ঘটনা এড়াতে পারলো না। আর আমরা 'সস্তায়' বিদেশ থেকে আমদানী করা প্রযুক্তি কিনে আর প্রযুক্তিবিদ ভাড়া করে নিরাপদ থাকবো। এইসব দিবাস্বপ্ন ছাড়া কি।
বাংলাদেশে বিদেশী থার্ডক্লাস তেল গ্যাস কোম্পানী টেংরাটিলা পুড়িয়ে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে দিয়ে গেল। আমরা চেয়ে চেয়ে দেখলাম। আর যদি পারমাণবিক কোন বিপর্যয় হয় তাহলে কাকে দোষ দিব?
লেটেষ্ট নিউজ--পারমাণবিক বিদ্যুৎ হতে মুখ ফিরিয়ে নিল এন্জেলা মেরকেলের জার্মানী। Germany plans complete nuclear shutdown by 2022
ইটালীতে গণভোট--নব্বই শতাংশের বেশি ইতালীয় পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বিপক্ষে
পিটার কাস্টার্সের প্রতিবাদন-জার্মানির পরমাণুশক্তি ত্যাগ পথ দেখাবে বিশ্বকে
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১১ রাত ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




