বন্ধু শব্দটার উৎপত্তি কবে কখন হয়েছিল জানা যায়নি। প্রাচীন চীনে নাকি বন্ধুর সাথে দেখা হলে কুংফু কারাতের মাধ্যমে একে অপরকে স্বাগত জানাতো। আমাদের রীতি ছিল সালাম বিনিময়। এখন অবশ্য "হাই মামা" অথবা " অই বস" এগুলো বলে সম্বোধন করা হয়। বন্ধুকে অনেকে আবার শালা বলে ডাকেন। ফেসবুক না থাকলে হয়তো বন্ধুর সংখ্যা কখনোই মাথার চুলের সংখ্যার সমান হতো না।
যাই হোক, কত্ত ধরনের বন্ধু যে আছে, তার হিসাব কে রাখে !
বয়ফ্রেন্ড,গার্লফ্রেন্ড,পেনফ্রেন্ড, বসমফ্রেন্ড, ক্লোজফ্রেন্ড। কোন এক শিল্পীর মতে লালবন্ধু, নীলবন্ধু, রংঙিলা বন্ধু আরো কতো কি ! সিনেমার অধিকাংশ গানই কিন্তু বন্ধুকে আশ্রয় করে গড়ে উঠেছে। বন্ধুর বাড়িতে ৩দিন গিয়েও দেখা না পাওয়ার ঘটনা আমরা জানি। । নায়ক নায়ীকাদের ফস্টিনস্টি পত্রিকায় প্রকাশিত হলেই, তারা বলেন, আমরা ভালো "বন্ধু"।
মাঝে মাঝে বন্ধু নামটা শুনলেই আঁতকে উঠি। কারনটা বন্ধুপ্রতিম রাস্ট্র।
(বিশেষ ধন্যবাদ: আমার ভার্সিটিফ্রেন্ড -- কাউসার)
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




