হৃদয় ছুয়ে যাবার মতো একটা গান, ধন্যবাদ কবির সুমনকে
ফেলানি খাতুন
কবির সুমন
ওপার বাংলা,এপার বাংলা, মাঝখানে কাঁটাতার
গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি বলতো দোষ টা কার?
কেও দোষী নয় ফেলানি খাতুন, BSF জানে ঠিক
পথ ভুল করে নিয়েছিলো গুলি হথাত তোমার দিক।
বেকসুর ছুটি পেয়েছে সেপাই,খুনিরা যেমন পায়
ভেবে দেখ মেয়ে ঐ খুনি টাও বাংলায় গান গায়।
তুমি গাইতে গুন গুন করে হয়তো সন্ধে হলে,
তোমারি মতো সেই সুর গুলো কাঁটাতার থেকে ঝোলে।
শোন BSF শোন হে ভারত কাটাতারে গুন গুন
একটা দোয়েল বসেছে যেখানে ফেলানী হয়েছে খুন।
রাইফেল তাক করো হে রক্ষী দোয়েলেরও ভিসা নাই-
তোমার গুলিতে বাংলার পাখি কাটাতারে ঝুলবেই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




