ম আমাকে বলেছিল, 'তুমিও কি বোকা নাকি?'
শুনে অবাক হই,
বিরক্তও লাগে বেশ।
কিন্তু নিজেকে নিজে বুদ্ধিমান বলা
যায়না, যতো ইচ্ছাই থাকুক না মনে!
উ একদিন ইশারায়,
বলেছিল ভালবাসার কথা।
না বুঝার ভানে এড়িয়েছি সেদিন।
আজ দেখি চারপাশে
ভালবাসার খোঁজে,
মরিয়া হয়ে আছে কিছু মানুষ।
তবু পায়না...
'আজ বাতাসের আর্দ্রতা বেশি'
স'র কথায়
হেসে গড়াগড়ি খাই, আমরা তিনজন।
অতঃপর একদিন আলাদা হয়ে যাই আমরা,
আর ভালোবাসা ছাই হয়ে উড়ে যায় দূরে।
অস্থির অন্ধকার দিনগুলোতে,
প হতে চেয়েছিলো মৃদু বাতাসের প্রতিরূপ
তবে আমি ভালোবাসি মাতাল হাওয়া, তাই
অভিমানে সরে গেছে সে।
একই দিনগুলো উচ্ছ্বলতায় ভাসাতে চাইতো ফ
সে ছিলো ঝড়ো হাওয়া,
সহজে ধরা দেবার নয়।
সুতরাং,
ঝড়ের মতোন সহসা তিরোধান হলো তার।
ভালোবাসা উদ্বায়ী এক আশা,
উড়ে যায় দূরে,
ছুঁবো কিনা ভাববার-ও আগে।

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


