চলো আজ তবে ভালোবাসা দিবস পালন করি
তুমি আর আমি
চোখ চোখ রেখে পাচার করবো গোপন ব্যথা
কখনো বা সুযোগ বুঝে দুঃসাহসে
ঠোঁটে ঠোট রাখার ব্যাকুলতা...
না থাক,
আজ দিনান্তেই বলা হবে সব কথা।
ঝলমলে পোশাক পরে আমরা না হয় ঢুকে যাব কোন রেস্তোরায়
বুক টানটান দরোয়ানের স্যালুট পড়বে আমাদের পায়ে
রাস্তার পাশে হয়তো কুকুরও থাকতে পারে
থাকতে পারে অভুক্ত পিট-পিঠ লাগা কুকুরের মত দেখতে
মানুষ নামের কতিপয় ক্ষুধার্ত প্রাণী
দারোয়ান আমাদের সম্মানে দমাদম লাঠি পেটা করতে পারে
তাদের দুটোকে
সেদিকে আমরা ফিরে তাকাবো না কিছুতেই।
ভরপেট খেয়ে কোথায় যাবে বল?
যেত চাও শপিং মলে? অথবা জুয়েলারীর কোন কোন দোকানে?
চল যাই-
তবে আগে সাবধানও করে দিতে চাই।
মল থেকে বেরুলেই আধ-নাঙ্গা ভিখারীর দল ছেঁকে ধরতে পারে
শকুনের মত গোল কুত কুতে চেয়ে থাকতে পারে
তোমার ঝলমলে পোশাকের দিকে
যার চিক চিক করে উঠা প্রতিফলনে ঢাকা পড়ে যাবে
ওদের চোখের কোণে জলের চিহ্ন।
প্রতিশোধ নয়, প্রতিবাদ নয়, প্রহসন যার ভাষা।
ওদের দিকে- ওদের ছেঁড়া জামায় প্রতিটি সুতোতে
লুটোপুটি খাওয়া দারিদ্রের দিকে আমরা তাকাবোনা কিছুতেই।
আর সবার মত আমরা দিনটা পালন করবো... ভালবাসাতেই।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



