ঢেউতোলা শরীরী উপত্যকা যেন স্বার্থের কেন্দ্র
স্ত্রীর কামুক ঠোঁট বোঝে
হিসাবের স্বার্থতা
কতটা তেল নুন আর মাছ মাংসে
মোটামুটি ভাল থাকা যায়।
স্বার্থতা ঘুরে ফিরে
রক্তে মাংসে হৃৎপিণ্ডে- কিংবা ভালোবাসার প্রকোষ্ঠে
স্বার্থের শেকড় গড়ে মস্তিষ্কের অলিগলি
স্বার্থেয় পোড়ে গনগনে পাকস্থলী।
স্বার্থ খেলে মা ডাকে
নিছকই শুধু জন্মদাত্রীর দায়ভার মেটাতে
অতঃপর...
মাসে মাসে কিছু টাকা বরাদ্দ হয় ওল্ড হোমে।
কারণ? আরেকজন সঙ্গী এসেছে
জন্ম দেবে বলে।
স্বার্থ খেলে চায়ের কাপে
মানিব্যাগের টাকার খাপে
স্বার্থ আসে গুটি পায়
প্রেম আর বন্ধুতায়
আমিও কিন্তু বাদ নেই
আমারও স্বার্থ আছে
আমি পথহীন ভরঘুরে
স্বার্থের কানা গলি বেয়ে
একদিন পৌঁছে যাব অচিনপুরে
তারপর...
টুপ করে গিলে খাব মৃত্যু
বেঁচে যাব
সব কষ্ট কান্না অপারগতা
আর যন্ত্রনা থেকে।
মরে গিয়ে বেঁচে যাব
এও তো আমার চরম স্বার্থতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



