এলাকার হাসু মিঞা আর খাদু মিঞার মধ্যে একটা চরের দখল নিয়া সেই আদিকাল থেইকা ভীষন লাঠালাঠি।
চরের জমিন- একবার হাসুর লোকেরা দখল করে তো, পরের বার সেইটা খাদুর লোকের দখলে।
শেষবার, হাসু বাহিনী নতুন বুদ্ধি বাইর করল।
এলাকার শামসু মিঞা মাইন্যগইন্য- জঘন্য মানুষ- কারো সাতেও নাই, পাঁচেও নাই- সবাই মোটামুটি তার কথা শুনে-মানে।
হাসু মিঞা হের কান্ধে বন্দুক রাইখা পাখি শিকার করা রপ্ত কইরা ফেলল। খাদু বাহিনী লা জওয়াব।
কিন্তু, খোদার মাইর- দুনিয়ার বাইর!
এইবার শামসু মিঞা নিজেই চরের দখল চাইয়া বইছে!
গল্প শ্যাষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




