'অব্যক্ত' সবসময়ই নিস:ঙ্গ পথের সঙ্গে মিশে থাকে।। আর স্বপ্ন সেখানে দেয় হাত বুলিয়ে।।
ব্যতিক্রম আমি নই,,যেমনটি কেউ নয়।। মাঝে মাঝে জীবনের শুরুটা থেকে ভাবতে থাকি....কিন্তু শেষ পর্যন্ত কখনই মেলেনা!!
প্রাপ্তি-অপ্রাপ্তির এ পার্থক্যগুলো মনে হয় পৃথিবীর সব জীবনের জন্যই সত্য।। তবু পার্থক্যের পরিমান বুঝি কখনো সমান হয়না।।
শিরোনামের সঙ্গে লেখার এ পর্যন্ত কোন মিল নেই বুঝেও এটুকু সময় ধৈর্য্য ধরে পড়ছেন লেখাটি সেজন্য "ধন্যবাদ'' নামক একটি অতি সস্তা জিনিস ছাড়া কিছু দিতে পারছি না।।
সারা জীবন স্বপ্ন দেখি ও দেখে চলি অনেক কিছু জানার,, অনেক কিছু পড়ার।।
"শিক্ষিত" নামের একটা টাইটেল সমাজের প্রয়োজনে হোক বা জোর করে হোক,, অর্জন করে ফেলেছি.....কিন্তু পরিপূর্ণতা কি এখানে??
১০ পাতার সিলেবাসের ২০ টা বইয়ের গন্ডী ধরে যে সার্টিফিকটে তা যেদিন "অর্থ প্রসবের যন্ত্র" হবে সেদিনই হওয়া যাবে প্রকৃত ""শিক্ষিত""!!!
সেজন্য্ও বরাদ্দ রয়েছে বিশিষ্ট ব্যক্তিদের পান্ডুলিপি--- 'ব্যাপক বিশ্ব', 'পরফেসর প্রিলি', 'খাইফুর'স" ইত্যাদি ইত্যাদি।।
এতোদিন সার্টিফিকেটের জন্য পড়ছি,, এখন চাকরির জন্য পড়ছি....
কিন্তু আমি জ্ঞানের জন্য পড়তে চাই,,,,,যে সময় থমকে দাড়াবেনা বস্তুবাদী ভোগের নেশায় বুদ থাকা আমিত্বে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





