জাতীয়তাবোধ সম্পূর্ণভাবেই কোন প্রকৃতি সৃষ্ট বিষয় নয়, এটি ইতিহাসের কোন নির্দিষ্ট পর্যায়ে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক উপাদানসমূহের বিকাশের ফলবিশেষ...
আর জাতি হলো এমন একটি জনসমাজ যা রাজনৈতিক দিক থেকে সম্পূর্ণভাবে আত্মসচেতন ও সংগঠিত এবং স্বাধীন রাষ্ট্রে মাধ্যমে নিজস্ব জাতীয় বিকাশ সাধনে প্রয়াসী থাকে...
আমরা কি সত্যিই ভুলে গেছি আমরা সবাই বাংলাদেশী....এক কৃষকের একই মাঠের ফসল খাই ভাত খাই জামাত-শিবির, আওয়ামী লীগ , বিএনপি সবাই......
বাংলা মায়ের আলো, বাতাস, পানি থেকে বঞ্চিত কি জামাত-শিবির, আওয়ামী লীগ , বিএনপি কেউ???
মায়ের গর্ভে ভুমিষ্ঠ হয়েই কেউ জামাত-শিবির, আওয়ামী লীগ , বিএনপি হয়না...একটা আদর্শে পরে ভিন্ন হয়.....সে ভিন্নমত থাকুকনা.....ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য্য...
কিন্তু এ কি!! কি হচ্ছে.....আমরা কি পশু হয়ে গেছি....হায়েনার ভূত চেপেছে???
জামাত-শিবির, আওয়ামীলীগ, বিএনপি থেকে আইনশৃঙ্খলা বাহিনী সবাই যেন যুদ্ধে নেমেছে...সবাই সবাইকে রুখে দাড়ানো আহ্ববান!!!
কাকে রুখে দাড়াচ্ছো??? ভাই দিয়ে ভাইকে???
প্লীজ আর রক্ত চাইনা...
বাংলাদেশী এত জ্ঞানী লোক....টকশো আর বক্তৃতার মঞ্চে লোকের অভাব হয়না...
কেউকি নেই এ জাতি একটা টেবিলে এনে বসানোর....
রক্তের হলিখেলা আর কত রক্ত দিয়ে শেষ করার ইচ্ছ???
সত্যিই কেউ নেই...??? এ বাঙলার বুকে কি বিশ্ব তাহলে কুকুড়ের খেলা দেখবে.... কামড়া-কামড়ির খেলা....!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





