বেশিকিছু বলব না। নীচের স্ক্রীনশটগুলোই দেখুন সবাই, তাহলেই হবে।
তবে শুরুটা হল কিভাবে, সেটা বর্ণনা না করলেই নয়।
আমার এক বান্ধবীর ফেসবুকে একটি মেসেজ এল। মেসেজপ্রেরককে সে চিনতে পারল না। তার ফ্রেন্ডলিষ্টের বাইরের কেউ। তারপরও সে মেসেজটা পড়ল। পড়ার পর দেখি, একবার সে হাসতে হাসতে খারাপ অবস্থা!! আরেকবার মেজাজ খারাপ করে আছে। মানে পুরোই আমার মতই অবস্থা।
প্রথম স্ক্রীনশটটি প্রাপ্ত মেসেজটির। এটি দেখুন আগে।
বড় করে দেখতে চাইলে ক্লিক করুন এইখানে।
এই মেসেজটি দেখে ওর খুব মাথা গরম অবস্থা!!
অতঃপর রেগেমেগে আগুন হয়ে লোকটির প্রোফাইলে প্রবেশ করা হল।
প্রবেশের পর কি দেখা গেল? আসুন, আমরা সবাই দেখি......
বড় করে দেখতে চাইলে ক্লিক করুন এইখানে।
আরও কিছু বলা লাগবে? আমরা দুইজন যা সন্দেহ করেছিলাম, এই লোকটা ঠিক তাই'ই।
অতঃপর তার ওয়াল পিকচারে প্রবেশ। আরও কিছু দেখার আশায়..... তবে যা দেখা গেল, সেটাতে মাথা আরও ঘুরানোর উপায় হল!
বড় করে দেখতে চাইলে ক্লিক করুন এইখানে।
বড় করে দেখতে চাইলে ক্লিক করুন এইখানে।
সবশেষে দুঃখ হলো অন্যস্থানে। এই সকল কিছু বাজে লোকের কারণে নামটা হয় ইসলাম ধর্মের। এবং এরা পারেও বটে!! ধর্মকে একেবারে নিজেদের বাপের সম্পত্তি বলে মনে করে! যেভাবে যা খুশি, ইসলাম ধর্মকে ঢাল বানিয়ে তাই করে।
ধুর!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





