
অনেকদিন হল আমার ব্লগটা নীরব হয়ে আছে, আমার কিছু লেখা হয় না। কেন হয় না জানি না। লেখার আগ্রহটা কোথায় যেন হারিয়ে গেছে। আজকে তবু আমি লিখতে বসলাম কি লিখব জানি না। হয়ত আমার কথা লিখব, আমার অনুভূতি লিখব।
আজকে বিকেলে হঠাৎ এক পশলা বৃষ্টির পর আকাশটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল। খোলা জায়গার বসে আকাশের বিশালতা অনুভব করছিলাম। আকাশের বুকে টুকরো টুকরো অনেক মেঘ ঘুরে বেড়াচ্ছিল। অনেকক্ষন ধরে আকাশটাকে দেখছিলাম। আকাশ দেখতে দেখতে পাশ থেকে এক ফ্রেন্ড বলছিল, "ভূত, আকাশের মেঘ হয়ে থাকিস না, আকাশের নীলটুকু হ। মেঘগুলো ভেসে বেড়ায়, নীলটুকু স্থির থাকে।"
আপেক্ষিকতায় ভরা এই পৃথিবীতে শুধুই কি আকাশের ওই নীলটুকুর মত হয়ে থাকলে হয়? মাঝে মাঝে মেঘও হতে হয়। আজকের আকাশে যেমন ওই মেঘটুকু না থাকলে আকাশটা অত সুন্দর হত না, মানুষের জীবনটাও অনেকটা তেমনই।
জীবনে খুব বেশী স্থির হয়ে থাকলে ঝড় উঠলে সেই ঝড়ের সাথে হয়ত লড়াই করা যায় না, ঝড়ে একটু নড়ে উঠতেই হয়। তখন মেঘের মত একটু ভেসে যাওয়া ভাল, তবে পালিয়ে যাওয়া নয়। আবার মেঘ হয়ে বেশী দূরে চলে গেলে গন্তব্যও অনেক সময় দূরে চলে যায়।
আর বেশী কিছু লিখতে ইচ্ছে করছে না। ইদানিং সব কিছু কেমন যেন এলোমেলো মনে হয়। কোথায় যেন ছন্দপতন হয়েছে কিংবা কোন একটা সুঁতো ছিড়ে গেছে। মিলছে না অনেক কিছুই। জানি না এখন আমার কি করা উচিত। মেঘ হওয়া উচিত? বৃষ্টি? নাকি আকাশের নীলটুকু?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




