
আমার বর্তমান দিনকাল বড়ই খারাপ যাচ্ছে। শনি আমার আশপাশ থেকে বেশী ঘোরাফেরা করছে। নানাবিধ সমস্যা সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। এইদিকে সামনে এইচ এস সি পরীক্ষা কিন্তু পড়তে বসতে মন চায় না, যতই পড়তে চাই ততই মনে হয় ঘুম পায়। আবার পড়তে বসতে মন চাইলে পড়ার যায়গা পাই না। মহা মসিবত।
ফেব্রুয়ারি মাস আগে মনে আনন্দ নিয়ে আসত, মনে পড়ত বই মেলা, অনেক অনেক বই কেনা! আর এইবার মহান ফেব্রুয়ারি আমার জন্য মাহন মহান দুর্ভোগ নিয়ে আসল।
১. ফ্ল্যাটে ওঠার কথা ছিল কিন্তু ফ্ল্যাটের কাজ কমপ্লিট হল না। অতঃপর দুর্ভোগের শুরু।
২. আমরা যে বাড়িতে ছিলাম সে বাড়ি ভাড়া হয়ে গেল। ফলে সেই বাড়িতেও থাকার উপায় থাকল না।
৩. যাইহোক সিদ্ধান্ত হল আমাদের ফ্ল্যাট যে বিল্ডিং এ সেই বিল্ডিং এর একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে এক মাস থাকা হবে। কিন্তু বাসা ছাড়ার আগের দিন জানা গেল ঐ বিল্ডিং এ ইলেকট্রিসিটির লাইন আগেই লাগার কথা থাকলেও এখনও লাগে নি। তাই ঐ বাসায়ও থাকা যাবে না।
৪. শেষ পর্যন্ত আমাট ছোট ভাইয়ার শশুর বাড়িতে আমি, আমার ভাইয়া ও ভাবির ৬ দিন থাকার পর বাসার আসার ঠিক আগের দিন আমার জ্বর আসল।
৫. জ্বর কমার আগেই আমার তিনটা ক্যাপ করা দাঁতের একটায় ব্যাথা শুরু হইল। ব্যথা আর কমে না। অতঃপর ডাক্তারের সাথে সাক্ষাৎ করে এক্স-রে করে জানা গেল দাঁতের গোড়াতে সিস্ট হয়েছে যেটা ৭ দিনের ওষুধে না কমলে সেটাকে অপারেশন করতে হবে।
৬. এখন ৭ দিনের অপেক্ষায় আছি যে ৭ দিন পরে আমার জন্য আরো একটি দুসংবাদ অপেক্ষা করলেও করতে পারে
একটা মানুষের এইচ এস সি পরীক্ষার আগে এর থেকে বেশী আর কি কি দুর্ভোগ থাকতে পারে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




