ঢাকা অফিস থেকেই আমরা বুকিং দিয়েছিলাম "বম"
বারান্দার দরজা খুলে ওয়াওওওও....
কটেজ থেকে উঠতে হবে এই পথ ধরে উপরে...(উঠতে নামতেই পেট খালি হয়ে যায়
আর আমাদের মতো সমতলের মানুষের জন্য উপরের হাতছানি তো অহরহ সবখানে
ঘাসফড়িং আর প্রকৃতির রুপ
রং এর সমাহার.....
নামতে হবে ঢালু বেয়ে..।
প্রকৃতির তোরণ তো আছেই..
আমি আজ পর্যন্ত যতগুলো সকালের নাস্তা করেছি তার মাঝে সবচেয়ে অন্যতম এই সকাল, আবারো বলেছি ওয়াওওওওও....
রেস্টুরেন্টের খোলা লন, রাতের বেলায় এখানেই জমেছিল জমজমাট আড্ডা,ভাগ্যভালো বলে পূর্ণিমার রাত পেয়েছিলাম শরৎ এর আকাশে...
লন থেকে সদূর চোখের বিস্তৃতি....
ঐ তো স্বর্ণমণ্দির দেখা যায়,ছবির কর্ণারে, আর নতুন একটা টেম্পল হচ্ছে
সাঙ্গু নদী বয়ে গেছে ...।
একটু হেটে আসি...।
"মুনসিয়ানা" তার এক পোস্টে এই ছবি দিয়ে বলেছিলো "অশ্লিল...অশ্লিল" মানে হচ্ছে উকি দিয়ে ফ্রকের নিচে দেখে ফেলা
বান্দরবনে রাস্তার বাকে বাকে আছে আদিবাসি পরিচিতি
তো বাই বাই হিলসাইড তোমার কাছে রেখে গেলাম আমার দু'রাতের ঘুম !
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




