বনসাই দেখতে ব্যতিক্রমী, কিছু দৃষ্টিভঙ্গিতে অসুন্দরও নয়। তবে একবার কি ভেবে দেখেছেন এটা কতোটা উচিত কর্ম? কিছু মানুষ এটাকে বিকৃতিও বলে থাকে। তাদের যুক্তিকেও ফেলে দেয়া যায় না। একটা জীবনকে স্বাভাবিক ভাবে বাড়তে না দেয়া, তাকে জোর করে বামন করে রাখা কি ঠিক?
Pa সিনেমাতে অভিষেকের ছেলের যে রোগটি দেখানো হয় তা হল অকালে শারীরিক বার্ধক্য এসে যাওয়া। ৫/৭ বছর বয়সের কিছু গাছকে আমরা জোর করে বনসাইর মাধ্যমে ৫০ বছরের আকৃতি দান করি। এটা আসলে কতোটা ঠিক?
পৃথিবীর কিছু উপজাতির মেয়েরা এখনো পিতলের একটা লম্বা গলবন্ধনি পরে থাকে প্রায় সারা জীবন, নিজের গলাকে স্বাভাবিকের চেয়ে দেড় বা দুই গুন লম্বা করার জন্য। এটা তো একটা শারীরিক বিকৃতি, এটাকে আপনাদের চোখে কি মনে হয়?
আর সবচেয়ে বড় কথা, কোনও অর্থেই কি বনসাই পরিবেশ বান্ধব? এতে পরিবেশের কোনও উপকার কি হয়? নাকি ক্ষতি হয়? একবার ভেবে দেখার অনুরোধ রইল।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




