বলত । একদিন সে হাসির গল্প বলছিল তাওআবার তাদের
বাড়ির ভাংগা ছাদে । বেশ কিছু ছোট ছেলে মেয়েদের নিয়ে
এমন একটি হাসির গল্প বলছিল তা শুনে ছোট ছেলেমেয়েরা
হাসতে হাসতে ছাদ ভেঙে পড়ে গিয়েছে এবং পড়ে গিয়ে দুজনের সামনের দুটি দাঁত পড়ে ভেঙে গিয়েছে । তারা কাঁদতে কাঁদতে বাড়িতে গেল । তাদের মা নালিশ নিয়ে এল
হাসির লোকটির কাছে । সে আর কি বলবে বলুন । এখানে
তার কি দোষ । এরপর থেকে লোকটি আর কাউকে হাসাতে
যায়না । আবার হাসাতে যায়না বলে অনেক ছোট ছেলেমেয়েরা বলে উঠে যে কি হলো হাসির মহাজন।এখন আর গল্প কই হাসির লোকটি বলে উঠল এখন গল্প ও হাসি নাই । সেই থেকে লোকটির নাম রয়ে গেল হাসির মহাজন
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



