মতিঝিল থানার দক্ষিণ কমলাপুরে মা ও দুই সন্তানের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় মেয়ে রজনি আক্তারও (৮) মারা গেছে।
শুক্রবার সকালে রজনি ও রায়হানের মামা মো. সেলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রজনির মৃত্যু হয়।
এর আগে শিশু রায়হান বৃহস্পতিবার রাতে মারা গেছে।
এ ঘটনায় অগ্নিদগ্ধ বিলাসীর স্বামী সৈয়দ রাজিব আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার ওসি তোফাজ্জেল হোসেন।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কমলাপুরে ১০৮ নং বাসার দোতলার ছাদ থেকে সকালে স্থানীয়রা মা ও দুই সন্তানকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এরা হলেন- বিলাসী আক্তার, তার মেয়ে রজনি আক্তার (৮) ও ছেলে আবু রায়হান (৪)। রজনি স্থানীয় আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
মতিঝিল থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বিলাসী নিজের ও তার সন্তানদের ওপর কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
তবে বিলাসী আক্তার আত্মহত্যার চেষ্টা করতে পারে না বলে দাবি করেছেন তার ভাই বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মো. সেলিমুজ্জামান।
তিনি অভিযোগ করেন, বিলাসীর স্বামী সৈয়দ রাজিব আলী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
সেলিম জানান, রাজিবের দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই চরম দ্বন্দ্ব চলছিলো।
রাজিব আগে ঢাকা ব্যাংকে চাকরি করতেন। এখন চাকরি ছেড়ে দিয়ে নিজেই নিরাপত্তা কর্মী সরবরাহে 'রাজিব সিকিউরিটি অ্যান্ড মেইটেনেন্স' নামে একটি প্রতিষ্ঠান খুলেছেন।
তার দ্বিতীয় স্ত্রী আফরিনও আইডিয়াল সিকিউরিটি কোম্পানির মালিক বলেন জানান সেলিমুজ্জামান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



