somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ঃ অগ্রণী ব্যাংকে কর্মরত ২২ লেখকের বিস্ময়কর কৃতিত্ব!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অমর একুশে গ্রন্থমেলার পর্দা উঠতে বাকি হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা । মেলা প্রাঙ্গনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাংলা ভাষাভাষী মানুষদের প্রাণের এই মেলার অপেক্ষায় সবাই। কিন্তু রাষ্ট্রায়ত্ব খাতের বাণিজ্যিক অগ্রণী ব্যাংকে কর্মরতদের জন্য এবারের বই মেলা অন্যরকম দ্যোতনা নিয়ে আসছে। অগ্রণী ব্যাংকে কর্মরতরা এবারের বইমেলায় বিস্ময়কর এক কৃতিত্ব গড়তে যাচ্ছেন। গত বছরের ধারাবাহিকতায় এবারের বইমেলায় অগ্রণী ব্যাংকে কর্মরত অন্তত ২২ জন লেখকের ২৪ টি বই প্রকাশ হতে যাচ্ছে! প্রাপ্ত তথ্য মতে গত ২০১৮ বই মেলায় অগ্রণী ব্যাংকে কর্মরত অন্তত ১১ জন লেখকের ১৩ টি বই প্রকাশ পায়! জানামতে একক কোন প্রতিষ্ঠানে কর্মরত এত বহু সংখ্যক লেখকের এত সংখ্যক বই একযোগে প্রকাশের নজির আর নেই। একক কোন প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ব্যাংক এই বিরল কৃতিত্বের অধিকারী।

অগ্রণী ব্যাংকে কর্মরত লেখক শিল্পী সংস্কৃতিসেবিদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছা অংশগ্রহণ মূলক ‘অগ্রণী সাহিত্য-সাংস্কৃতিক সমাবেশ’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনও আছে রাষ্ট্রায়ত্ব খাতের এই ব্যাংকটিতে যা আর কোন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে থাকার তথ্য পাওয়া যায়না।অগ্রণী সাহিত্য-সাংস্কৃতিক সমাবেশ (অসাসাস) এর সাধারণ সম্পাদক ব্যাংকটির প্রধান কার্যালয়ে কর্মরত কবি মফিজুল হক। ইতোমধ্যে যার দু দুটো বই প্রকাশ হয়েছে এবং এবারের বই মেলায় আরও দুটি বই বেরুবার অপেক্ষায়। সাহিত্যের সংগঠন তাও আবার ব্যাংকে এবং অগ্রণী সাহিত্য-সাংস্কৃতিক সমাবেশ নিয়ে জনাব মফিজুলের কাছে বিস্তারিত জানতে চাইলে জানান- অগ্রণী ব্যাংক ব্যাংকিংয়ে যেমন সেরা তেমনি শিল্প সাহিত্যের চর্চাতেও সেরা। অগ্রণী ব্যাংকে লেখক, গায়ক, আবৃত্তিকার/বাচিক শিল্পী, অভিনেতা , বাঁশুরিয়া এমনকি জাদুকরও কর্মরত আছেন যারা প্রতিনিয়ত স্বীয় দায়িত্ব পালনের পাশাপাশি আলো ছড়াচ্ছেন নিজ নিজ গুণে। এত বিপুল সংখ্যক গুণী মানুষের সম্মিলন আর কোন প্রতিষ্ঠানে ঘটেছে কি না সন্দেহে প্রকাশ করে নিজের কর্ম প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংককে এগিয়ে রাখলেন জনাব মফিজুল হক।

গত বার ১১ জনের ১৩ টি আর এবার এখন পর্যন্ত ২২ জনের ২৪ টি বই ! অগ্রণী সাহিত্য-সাংস্কৃতিক সমাবেশ (অসাসাস) এর সহ-সভাপতি সাজ্জাদ খান যিনি ব্যাংকটির দূর্গাপুর শাখা, নেত্রকোণার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন এবং নিজেও একজন কবি ও অভিনেতা তাঁর কাছে ব্যাংকে শিল্প-সাহিত্যের চর্চা কতটুকু বাস্তব সম্মত এবং সংখ্যাধিক্যে মান নিয়ে আশংকা তৈরি হতে পারে তাই স্বাভাবিকভাবেই লেখার মান নিয়ে জানতে চাইলে জনাব সাজ্জাদ -লেখালেখির মান নিয়ে আশংকা অমূলক না হলেও নিজের ও সহকর্মীদের লেখার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিনিয়ত ধারাবাহিক চর্চার উপর গুরুত্বারোপ করেন। এই প্রসঙ্গে সহকর্মী হোসনে আরা জাহান এর কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭ প্রাপ্তি এবং আরেক সহকর্মী রাসয়াত রহমান জিকোর লেখার বহুল পাঠক প্রিয়তাকে ভাল মানের লেখার উদাহরণ হিসেবে উল্লেখ করেন অসাসাস এর এই সহ-সভাপতি।

এমএ মজিদ তালুকদার রাজধানী ঢাকায় ব্যাংকটির বাড্ডা শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালনকারী সহকারী মহাব্যবস্থাপক যিনি একই সাথে ব্যাংকটির নিবার্হীদের সংগঠন- এক্সিকিউটিভ ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন । গত বছর জনাব তালুকদারের প্রথম ছড়ার বই ‘‘তালুকদারি চাংগে’’ আসে বিভাস প্রকাশনী থেকে। এবছর ‘সোনা মিয়ার পিতলা হাসি’ নামে আরেকটি ছড়ার বই আসছে তাঁর। একজন নিবার্হী ও নির্বাহীদের সংগঠনের নেতৃত্ব দিয়েও ছড়ার লেখার মত চমকপ্রদ ও তুলনামুলক মজার কাজে উৎসাহিত হলেন বা জড়ালেন কেন ও কিভাবে জানতে চাইলে তিনি নিজেকে অসাসাস এর একজন একনিষ্ঠ শুভাকাঙ্খী ও পৃষ্ঠপোষক মনে করেন জানিয়ে বলেন -অসাসাস আমার স্নেহধন্য সংগঠন; অসাসাস এর সবাই আমার স্নেহের। আমি অসাসাসরই একজন। আমার লেখালেখির মূল উৎসাহ ব্যাংকের তরুন লেখক শিল্পীরা যারা অসাসাস এর সাথে সবাই সম্পৃক্ত , তাদের কাছ থেকে পাওয়া। তাদের কাজই আমাকে উদ্বুদ্ধ করেছে এই শেষ বয়সে এসে ছড়া লেখার মত মজার কাজে উদ্বুদ্ধ হতে। ছড়া লিখে আমি আনন্দ পাই। আমার পাঠকরাও আনন্দ পায় বলে আমার বিশ্বাস। অসাসাসে যারা সম্পৃক্ত তারা প্রত্যকেই ব্যাংকের ভাল কর্মী। ভাল ডেস্ক ওয়ার্কার বা ভাল প্রশংসিত ম্যানেজার। আবার একই সাথে প্রুতিশ্রুতিশীল লেখক, কেউ বা শিল্পী।

দেশের প্রখ্যাত ও জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু এই ব্যাংটিতেই এক সময় কর্মরত ছিলেন বলে জানা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শাটল ট্রেনকে উপজীব্য করে নির্মিত ‘শাটল ট্রেন’ চলচ্চিত্রটি চট্টগ্রাম শ্ববিদ্যালয়ের ছাত্রী ও বর্তমানে অগ্রণী ব্যাংকে চ্ট্টগ্রামের লালখান বাজার শাখায় কর্মরত মোহছেনা ঝর্ণার লেখা গল্প ‘বহে সমান্তরাল’ অবলম্বনে নির্মিত। মোহছেনা ঝর্ণা একজন প্রতিষ্ঠিত লেখক এবং তার লেখা ‘ইলিনের বাবার চশমা ’ নামে শিশু-সাহিত্যের বই এবারের বই মেলায় আসছে।

বাংলাদেশের ব্যাংক খাতের নানা টানাপোড়েনের মধ্যে রাষ্ট্রায়ত্ব খাতের ব্যাংকটির কর্মরতদের এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। প্রধান কার্যালয়ে কর্মরত জনাব মাফুজার রহমান যিনি একাধারে বাংলাদেশ বেতার, শিল্পকলা একাডেমি ও বিটিভির তালিকাভূক্ত লোক সঙ্গীত গায়ক। জনাব মাফুজার বর্তমানে অগ্রণী সাহিত্য-সাংস্কৃতিক সমাবেশ (অসাসাস) এর সভাপতির দায়িত্ব পালন করছেন। ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের এই চর্চাকে দারুনভাবে সমর্থনই নয় শুধু রীতিমত পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন; গত বছর ব্যাংকটির চেয়ারম্যান, এমডি, ডিএমডি ও জিএম মহোদয়গণ ব্যাংকটিতে সক্রিয় সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলা একাডেমির মিলনায়তনে একযোগে ১৩ টি বইয়ের মোড়ক উন্মোচন করেন। গত বছরের ধারাবাহিকতায় এবারও ২৪ টি বই নিয়ে সরকারের সচিব পদমর্যাদার কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতারের মহাপরিচালক এবং ব্যাংকটির চেয়ারম্যান, এমডিসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করতে যাচ্ছে অসাসাস; জানান জনাব মাফুজার রহমান।

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় রাজাকাররা বাংলাদেশর উৎসব গুলোকে সনাতানাইজেশনের চেষ্টা করছে কেন?

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৯



সম্প্রতি প্রতিবছর ঈদ, ১লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস এলে জঙ্গি রাজাকাররা হাউকাউ করে কেন? শিরোনামে মোহাম্মদ গোফরানের একটি লেখা চোখে পড়েছে, যে পোস্টে তিনি... ...বাকিটুকু পড়ুন

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

ঘুষের ধর্ম নাই

লিখেছেন প্রামানিক, ১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

মুসলমানে শুকর খায় না
হিন্দু খায় না গাই
সবাই মিলেই সুদ, ঘুষ খায়
সেথায় বিভেদ নাই।

হিন্দু বলে জয় শ্র্রীরাম
মুসলিম আল্লাহ রসুল
হারাম খেয়েই ধর্ম করে
অন্যের ধরে ভুল।

পানি বললে জাত থাকে না
ঘুষ... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

×