দীর্ঘ প্রতীক্ষা শেষে একুশে বইমেলায় প্রকাশিত হলো "সামহোয়্যারইন...ব্লগ গল্প সংকলন : অপরবাস্তব"। আজ রবিবার সন্ধ্যায় একুশে বইমেলার নজরুল মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ব্লগার শিরোনামহীন এর বাবা বইটির মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যেসব ব্লগার উপস্থিত ছিলেন :
সন্ধ্যা নামতেই ব্লগাররা আসতে থাকেন। অবশেষে ব্লগারদের মিলনমেলায় পরিণত হয় মোড়ক উন্মোচন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন-
মনজুরুল হক, প্রত্যুৎপন্নমতিত্ব, সুলতানা শিরীন সাজি, লালদরজা, শেখ জলিল, মাহবুব লীলেন, মুজিব মেহদী, আহমাদ মোস্তফা কামাল, কৌশিক আহমেদ, রাসেল (......), সুমন রহমান, শ্যাজা, কালপুরুষ, সুমেরু, |জনারন্যে নিসংঙগ পথিক|, রাতমজুর, রাসেল আরেফিন, অভ্রমনি,ভাঙ্গন,এ,টি.এম,মোস্তফা কামাল, নাঈম, আরিল, কিন্নরী, জানা, আলী আরাফান শান্ত, শিরোনামহীন, শেরিফ আল সায়ার, লীনা ফেরদৌস, মাহমুদুল হাসান রুবেল, চটপটি, মুকুল, মেন্টাল, মাথামোটা, পথিক!!!!!!, মোহাম্মদ আরজু, হাসান বিপুল, ভাস্কর চৌধুরী, ধূসর জীবন বিবর্তনবাদী, নিবেদীতা, (অ) গাণিতিক ও একরামুল হক শামীম
(নাম মনে পড়া মাত্রই যোগ করা হবে। )
অপরবাস্তব ৩ এ যাদের গল্প ছাপা হয়েছে-
১. অনীক আন্দালিব ( ছন্নছাড়ার পেন্সিল) - ক্রমশ নির্মীয়মান দৃশ্য কিংবা চরিত্রের গল্প
২. আবদুর রাজ্জাক শিপন - মৌমিতা আর ময়নার গল্প
৩. আবু কায়েস কুন্তল (নাদান) - চন্দ্রবালিকা
৪. একরামুল হক শামীম - অপেক্ষা
৫. কৌশিক আহমেদ - স্কেলিটন শপ
৬. তানজিলা আফরিন (ঊশৃংখল ঝড়কন্যা) - মরীচিকা সময়
৭. তারিক স্বপন (আকাশচুরি) - স্মৃতি হন্তারক বৃষ্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম
৮. তানভীরুল ইসলাম [ (অ)গাণিতিক] - তারার ফুল
৯. নুশেরা তাজরীন (নুশেরা) - এইসিমেট্রিক
১০. নিবিড় ইসলাম (নিবিড়) - যুদ্ধ শিশু বলছি
১১. ফাহমিদুল হক - আপসের গল্প
১২. মনজুরুল হক - পেটকাটি চাঁদিয়াল
১৩. মাজুল হাসান - সিঁটি মরিচের খিয়ারী আখ্যান
১৪. মাহবুব লীলেন - আগামীকাল যা ঘটে গেছে
১৫. মাহবুবুর শাহরিয়ার (রোডায়া) - একদিন হঠাৎ
১৬. মাহমুদ আরিফ (বিহংগ) - ফ্যাক্ট আর ফিকশনের গল্প
১৭. মোস্তাফিজ রিপন - যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল
১৮. রন্টি চৌধুরী - কুউউ...
১৯. লাবণ্য প্রভা - জোঁকের বাড়ি, বর্শা এবং নাগিণীর ফণা
২০. শফিউল আলম ইমন - দুঃস্বপ্নের যাত্রী
২১. সাইফুল ইসলাম (শান্তির দেবদুত) - পুনর্জন্ম
২২. সুমন রহমান - বিদ্যাকুটে যাওয়া না-যাওয়া নিয়ে একটা গল্পের ভণিতা
বইটির সম্পাদনা করেছেন - লোকালটক
গল্প নির্বাচনে সম্পাদনা পর্ষদে ছিলেন- আহমাদ মোস্তফা কামাল, কৌশিক আহমেদ, ফাহমিদুল হক, মনজুরুল হক, মোস্তাফিজ রিপন, নুশেরা তাজরীন ও সুমন রহমান।
বই কোথায় পাওয়া যাবে, কতো মূল্যে?
একুশে বইমেলার 'সংহতি প্রকাশনে' (স্টল নম্বর ১৯২) বইটি পাওয়া যাচ্ছে। প্রবাসী ব্লগাররা সংগ্রহ করতে পারবেন বইমেলা ডট কম থেকে। বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। তবে মেলা থেকে ২৫ ভাগ কমিশনে মাত্র ৭৫ টাকায় বইটি সংগ্রহ করা যাবে।
বিক্রিলব্ধ সমুদয় অর্থ ব্লগের নানা উদ্যোগ, ক্যাম্পেইন, মানবিক কর্মকান্ড ইত্যাদিতে ব্যয় করা হবে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




