কথা আমরা সবাই বলি। কিন্তু কিছু কিছু কথা আছে যা ব্যক্তির উপর নির্দিষ্ট নয়, পদের উপর নির্ভরশীল। অর্থাৎ, ওই স্থানে থাকলে যে কেউ একই কথা বলবে। আপনি থাকলে আপনি কিংবা আমি থাকলে আমিও একই কথা বলতাম!!
প্রধানমন্ত্রীঃ দেশ উন্নতির জোয়ারে ভেসে যাচ্ছে। অথচ একটি মহল দেশের এই উন্নতি সহ্য করতে পারছে না।
বিরোধদলীয় নেত্রীঃ সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। দেশের জনগণ আর এই সরকারকে চায় না। আইন-শৃঙ্খলা, অর্থনীতি সব জায়গায় ব্যর্থ এই সরকারকে এমনি পদত্যাগ করা উচিত।
অর্থমন্ত্রীঃ দেশের অর্থনীতির অবস্থা আগের যে কোন সময়ের অনেক ভাল আছে।
বিদ্যুতমন্ত্রীঃ দেশের যেটুকু চাহিদা সে অনুসারে বিদ্যুত উতপাদন করা যাচ্ছে না। তবে আগামী বছর থেকে ইনশাল্লাহ চাহিদার কাছাকাছি বিদ্যুত উতপাদন করা হবে।
সরাষ্ট্রমন্ত্রীঃ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের যে কোন সময়ের চেয়ে বেশি নিয়ন্ত্রণে আছে। কিছু কিছু অঘটন অবশ্য হচ্ছে তবে এগুলা সব বিচ্ছিন্ন ঘটনা।
ডিজুস প্রেমিকঃ বেবী, আমি তুমারে যেদিন দেখছিলাম সেদিন থেকেই তুমার প্রেমে দিওয়ানা।
লিউ, পিউ, মিউ,
সবটিরে বাদ দিয়া-
আই লাভ ইউ!!
বিশ্বাস কর বেবী, ওইগুলান কারও সাথে আমার কোন অ্যাফ্যায়ার ছিল না। জাস্ট টাইম পাস এই আর কি!! এখন থেকে তুমি যাই কউ তাই করমু। দরকার হইলে হাত কাইটা রক্ত দিয়া চিঠি লেখমু।
ডিজুস প্রেমিকাঃ জান, পাশের বাসার আবুলের সাথে আমার কুনু রিলেশন ছিল না। ওর লগে সপ্তায় দুই চার বার পিজা খাইতে যাইতাম এই আর কি!
সাধারণ প্রেমিকঃ আমি তোমাকে অনেক ভালবাসি। হয়ত তোমাকে টাকা-পয়সা দিয়ে অনেক সুখ দিতে পারব না তবে এটা নিশ্চিত আমার মত আর কেউ তোমাকে পৃথিবীতে ভালবাসতে পারবে না!
একবার বলি বারবার বলি, বলি যে লক্ষবার// তুমি আমার প্রিয়তমা তুমি যে আমার!
সাধারণ প্রেমিকাঃ তুমি আমার হাত যেমন করে ধরে রেখেছ এইভাবে সারা জীবন ধরে রাখবা। কখনই ছাড়বা না! তুমি ছাড়া আমার যে আর কেউ নাই।
তোমায় ছেড়ে বহুদূরে যাব কোথায়// এক জীবনে এত প্রেম পাব কোথায়?
ছাত্র-ছাত্রীঃ উফফ!! এই সেমিস্টারটা ফালতু হইছে। এই রেসাল্টে চাকরি তো দূরের কথা ভাল মত একটা বিয়াও করতে পারমু না!
উচ্চবিত্ত মানুষঃ দেশটার যে কি হবে! চারদিকে দূর্নীতিতে দেশ ভইরা গেছে। মানুষ কেমনে এই দেশে থাকে?!!
সাধারণ মানুষঃ কেউ দেশটারে নিয়া ভাবল না। সবাই আছে যার যার তালে। দেশের মানুষ না খাইয়া মরতাছে কারও কোন খবর নাই।
সেলিব্রেটি লেখকঃ দেশ ভইরা গেছে সব ফালতু লেখকে। দুই লাইন লেইখাই বই-টই বাইর কইরা ফেলতাছে!
সাধারণ লেখকঃ মানুষজন হিট লেখকের বই না পইড়াই কিনে। আফসুস! এইজন্যই তো আসল লেখকের কোন মূল্য নাই। দেশ ভইরা গেছে সব সস্তা জন-প্রিয় লেখকে।
ক্ল্যাসিকেল শিল্পীঃ আইজকালকার পোলাপান কুনুরকমে গিটারটা শিখাই ব্যান্ড বানাইয়া অ্যালবাম বাইর করে। ঘোড়ার ডিম কন্ঠ এগুলার।
ব্যান্ডশিল্পীঃ আমরা সাধারণত রক ধাচের গানগুলা বেশি করি। ইংলিশ গান বেশি করি। সফট গান আমাদের ভাল লাগে না। হাই বিটের সাথে ধুম-ধারাক্কা গান এই তো… আর কনসার্টে এইগুলাই পাবলিক বেশি খায়।
ডিজুস পোলাপানঃ মানুষজন ইশটাইলই বুঝে না।
সমাজ সচেতন নাগরিকঃ উফফ! আইজকালকার যুগের পোলামাইয়াগো দেখলে মনে হয় ওইগুলান ফকির। বাসায় কাপড় কিনার টেকা-পয়সাও মনে হয় নাই। বাপ-মা এইগুলানের কুনু খবর নেয় না দেইখাই ওইগুলার এই অবস্থা।
উপরের কথাগুলো কাল্পনিক হতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




