বসন্ত এখন বহুদূরে সবে বর্ষা এলো বলে
দূর মেঘ কালবৈশাখী হন্তর্দন্ত পরিশেষ
পূর্ণিমারা জেগে থাকে তাই দীর্ঘ বসন্তে
বসন্ত অন্বেষে শ্রাবণ পেরোয় ধীর
স্থির অগ্রহায়নে উড়ে কেশ শুভ্রতা এই তল্লাটে
প্রত্যেহ বিরাজে শুভ্র মেঘ পালক
অন্তর্লীণ বিভেদের প্রণয় রাজ
এসো মৃত্যু রাজ পরে দুটি চড়ুই
কাকের আনাগোনা
দুষ্টু পৌষে শালিকের নাচ বসন্তের কোকিল সুকণ্ঠী বিভেদের সুনয়না কাব্যে চারটি শালিক
দুটো চড়ুই
একটি কাক
দুষ্টু দুষ্টু কাব্য
হে, এই বসন্ত প্রতীক্ষা থাকে সমগ্র তল্লাট জুড়ে আর দূরে সাদা মেঘের পালক ভাসছে, আনমনে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




