
***আপনি ধর্ষক আর আমি দর্শক। আপনি করেন আমি দেখি, আপনি জীব আর আমি জড়,আমি কিছুই করতে পারি না, আমি শুধু দেখে যাচ্ছি আর ভাবছি আর কত? তাই আপনাদের কে স্যালুট।।
***আপনি ধর্ষণ করেন আর আমি দর্শন কপচায় আর ভাবি আর কত, সর্বোচ্চ দু এক কলম লিখতে পারি তাতে কিছু লাইক আর কমেন্টে সহমত, যথার্থই বলেছেন ভাই এগুলা পায়, আমি আবার লিখি।। হা হা হা, তাই আমি আপনাকে স্যালুট জানাই।
***আপনি ধর্ষণ করেন এবং যাকে ধর্ষণ করেছেন সে কিছু করতে চাইলে তাকে শাস্তির বিধান দিতে পারেন, আর আমি বোকাচুদা শুধু পত্রিকায় পড়তে পারি, আর কিছুই নয় তাই আপনাকে স্যালুট।।
***আপনি আজ আপনার ফ্রেন্ডদের সাথে অসভ্যতা করেছেন, তাতে আমার কি, আমার তো কিছু আসে যায় না, সেদিন বেশি দুরে নয় যেদিন আমার বোনের সাথে এমন হবে, তখন ও আমি কিছু করতে পারবো না, শুধু হাওমাও করে কাঁদব।। কিন্তু আপনার কিচ্ছুই করতে পারবো না, কারন আইন আপনার সেবায় নিয়োজিত, আমার নয়।। তাই আপনাকে স্যালুট।।
***সারাটা জীবন ইশ্বরের কাছে বিচার দিয়ে এসেছি, তিনি হয়তো করবেন।। কিন্তু এখন নিজেদের পা বাড়ানোর সময় এসেছে, বলতে ইচ্ছে করে শুয়োরের বাচ্চা আমার হাতেই তোদের শাস্তি কিন্তু পারিনি কিছুই করতে, আপনারা পেরেছেন তাই আপনাদের কে স্যালুট জানাই।।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




