একজন মানুষ আর তার দেহ-ছায়া। অস্তমিত হচ্ছে সূর্য আজকের মত। জলের ছলাৎ ছলাৎ শব্দ… হয়তো তার ইচ্ছে করছে জলে ভাসিয়ে দিতে দেহ … নাকি জলের ভেতর থেকে জেগে উঠছে সে!
পা পা করে এগিয়ে যাচ্ছে সমুদ্রের কাছে আবার ফিরেও আসছে। কি আছে তার মনে, কি ভাবছে?
খুব সুখী কেউ, বিষন্ন, দুঃখী?
গভীর চোখ, আশ্রয় নিয়েছে অনেক কিছু।
দূর নীলিমায় মুখ তার প্রসারিত।
একবার যেন সমুদ্রে মিশে যেতে চাইল গলন্ত বরফের মত…কতটা দুঃখ তার মনে?
কেউ একজন দূর থেকে থামাতে চায় অপলক শূণ্যে তাকিয়ে তাকা অবয়বটাকে, নক্ষত্রটাকে কথা দিয়েছিল সে, কোন কষ্ট স্পর্শ করতে দিবে না……
আজ সব সংজ্ঞাহীন, অর্থহীন মনে হয় তার…
অপেক্ষা করে দেখার, ছায়াটি ঠিক কোন মুহূর্তের কাছে সমর্পিত হয়!!!
-----------------------------------------
দুঃখ কেন করো রে মন
দুঃখ তোমার ঘুঁচবে না ও মন
দুঃখ যদি নাই বা পাবে
সুখের কদর বুঝতে না হে
কাঁদতে কেন চাও রে ও মন
কান্না তোমার ফুরাবে না যখন
কাঁদতে গিয়ে হেসো এবার
শোকের লগন মিলবে না আর
কান্না নিয়েই জীবন শুরু
কান্না নিয়েই জীবন শেষ
মধ্যেখানে থাক না শুধু
আনন্দ আর হাসির রেশ
দুঃখ কেন করো রে মন
----- জেমস
এ্যলবাম - স্টেশনরোড
http://www.mediafire.com/?1yzg7fa42tfmveh#1
-------------------------------
এই গান আমি প্রথম শুনি গান পাগল বিষাক্ত মানুষের ব্লগে, সেখান থেকেই গানের কথা তুলে দিলাম। প্রায় রাতেই ব্লগারগণ তার কাছ থেকে পেত নানা মেজাজের গান।
কৃতজ্ঞতা গান এবং গানের কথার জন্য।