রেডি থাইকেন,খুটিতে মিষ্টি লাগাইব যে কুনু সমুয়
২০০৭-০৭-০৪ ১৫:০০:০৬
_______________________________
বলগ আপাতত:ঠান্ডা।
ছাগুদের উৎপাত সহনশীল মাত্রায় আচে।হারাধন আর হোসেইনের মতুন এ-টিম রাও একুন হামলা বাদ দিয়া লেকালেকিতে মুন দিতাচে।
সুতরাং একুন একটা ভ্যাজাল লাগব যে কুনু সময়।
হয় পোস্ট মুচব,নাইলে কমেন্ট মুচব,নাইলে কাউরে ব্যন করব নাইলে তাগো কুনু মডুরে দিয়া একখান পোংটামি পোস্ট মারাইব,নাইলে একখান ফাউল কমেন্ট দেয়াইব।
আর কিচু না পারলে কমসে কম গো.আ'র চবি,সাঈদীর ওয়াজ পুষ্টাইব।
আমি ওয়েট করতাচি,আপনে?
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৭ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




