অনেকদিন থেকে ভাবছি কিছু একটা লিখবো,
কী লিখবো ছাই ?
কিছুই তো বেরিয়ে আসেনা কলমের খোঁচায়।
আমি জানি, বুকের প্রতিটি পাজরের আড়ালে
লুকিয়ে আছে, কতো বেদনা, কতো কথা আর বিচিত্র ঘটনা।
উদ্বাস্তু শরনার্থির মতো বেরিয়ে আসতে চাচ্ছে বর্ণমালার হাত ধরে,
উতলানো গরম পানির ভেতর থেকে উত্থিত বাষ্পকে শক্ত ঢাকনা দিয়ে
চেপে রাখার ব্যর্থ প্রয়াস।
জানিনা এ বিস্ফোরণের প্রতিক্রিয়া কী হবে ?
পরিণামই বা কী ?
আমি কী খড় কুটোর মতো ভেসে যাবো কোন অজানায় ?
জানিনা, আমি কী জানি তাও জানিনা।
আমার অজান্তে শূণ্যতা ডেকে আনছে এক অশরীরী ।
বস্তুত: আমার সব যেন হারিয়ে যাচ্ছে ।
আমি মুক্তি চাই, মুক্তি, মহামুক্তি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




