নিজেকে কখনো মনে হয় আমি খুবই একা ,খুবই নিঃস,খুবই অসহায়,ভবের কাছে কতই না ক্ষুদ্র আমি ।আসছি একা, যেতে হবে একা, ইহাই সত্য ।অথচ এই কথা ভাবতেই মনটা কেমন করে যেন শিউরে উটে..যৌবন আমাকে ছেড়ে চলে যাবে,আমি বৃদ্ধ হয়ে যাব,আমি দুর্বল হয়ে পড়ব...দাঁত গুলো তার ভারসাম্যতা হারাবে,হারাবে তার উজ্জলতা।আমার অতি যত্নে লালিত সুন্দর চামড়া ভাজ হয়ে যাবে,চুলগুলো তার মায়াময়তাকে লুকিয়ে বের করে দিবে রুক্ষ খসখসে চেহারা.. নিত্য অসুখ লেগে থাকবে আমার পিছন।এই চিন্তাগুলো বারবার আমাকে তাড়া করে আমি দৌড়ে বাঁচার চেষ্টা করি তারপরও আসে...কখনো সহ্যের সীমা ছাড়িয়ে যায়,মাথার দু'পাশে চিন চিন ব্যাথা করে...দু'চোখে অন্ধকার তুফান বেগে আসতে চায়,আমাকে গভীর কোন গহবরে ফেলতে চায়.........................................
আমি কি সত্যিই এ পৃথিবী ছেড়ে চলে যাব ? সত্যি কি তাই হবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




