থার্টি ফার্স্ট নাইট ...মানুষ আনন্দ করছে,যাপিত বছরের সকল দুঃখ-বেদনা, যোগ-বিয়োগ সকলকে অতীত করে আগত বছরকে ঘরে তোলার উচ্ছাসে উদ্বেলিত ।আমরাও সেই উচ্ছাসে উচ্ছাসিত। নতুন বছরের শুরুটা কিভাবে করব এ নিয়ে সকাল থেকে ভাবছি, আর যাই করি পিছনের বছরের মত মন্দা কাটাবো না। তাই রুমের সবাই মিলে কী করা যায় সে নিয়ে চিন্তা করলাম। রুম বলতে পড়ার খাতিরে ঢাকায় একটা এক রুমের ঘর নিয়ে আমরা পাঁচ জন মেস করে থাকি। এটাকে মেস বলা ভুল হবে, কারণ সাধারণত মেসে যারা থাকে তারা যে যার মত থাকে কেউ কারো কাছাকাছি হতে চায়না মনে করে এসেছি পড়ার জন্য বা চাকরী করার জন্য বা আরো অন্য কিছু যার জন্য মেসে থাকতে হয়! এখানে যে লক্ষ্য নিয়ে এসেছি সেটা পুর্ণ হলেই কেটে পড়ব এতো লেপ্টা লেপ্টি করে কী হবে ? এটা আমার একটা ধারণা এটা যে সবাইর ক্ষেত্রেই মিলে যাবে তা কিন্তু বলছি না । কিন্তু আমাদের মেসের অবস্থা সম্পুর্ণ উল্টো আমরা যে পাঁচ জন থাকি তারা একে অপরকে খুব ভালো করেই চিনি তার মানে এই নয় যে অন্য মেসে কি একে অপরকে চিনে না ? চিনি মানে একে অপরের মানসিকতার সাথে খুব ভালো ভাবেই পরিচিত। আমাদের সবার মাঝে একটা বিরাট ত্রুটি আমরা অন্যের মানসিকতার সাথে পরিচিত হতে পারিনা তাই আমাদের মাঝে এতো দুরত্ব। আমাদের মাঝে এ নিয়ে কোন সমস্যা নেই সবাই আমরা একদেহের মত । তো থার্টি ফার্স্ট নাইটে কি করা যায় সেই চিন্তায় ছিলাম কথার মাঝে অনেক কথা এসে যায় । যাক আমাদের চিন্তা ধীর গতিতে আগাতে থাকে সকাল থেকে দুপুর হয় দুপুর গড়িয়ে সন্ধ্যা আসে আমদের নতুন বছরের প্রারম্ভটা সৌন্দর্যতর করার কোন ব্যবস্থা করতে পারি না। কারণ বাদ্য যন্ত্র নিয়ে শব্দ তরঙ্গের মহমারী করতে পারব না এতে মানা আছে আর এছাড়া থার্টি ফার্স্ট নাইটও পুর্ণতা পাবেনা । আশাহত হৃদয় নিয়ে সন্ধ্যা পরে সবাই মিলে পাশের চায়ের স্টলে গিয়ে নতুন বছরের শুরুটা করলাম । জানিনা আগামী বছরটা কেমন যাবে? সারা বছর কী চা পান করেই যাবে ??
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১১ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




