এই ট্রাফিক সিগন্যালে দাড়িয়ে যাবে ব্যাস্ততা
সবুজ লালে মরে যাবে থমকে যাওয়া নীরবতা।
কিছু ফুল বিক্রি হয়,কিছু থেমে যায়
কিছু আমড়ার বুকে ভারী হয়ে যায়।
ট্রাফিক পুলিশ হুইসেল ছাড়ে অনুমতির
দানবগুলো লাগামহীন ছুটে যায়
নগরী এসে জড়ো হবে এই মোহনাতে
জড়ো হবে দীর্ঘশ্বাস ট্রাফিক সিগন্যালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


