প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় ২৫০,০০,০০,০০০ টাকার বেশি বাৎসরিক বাজেট পায়। এই টাকার বেশির ভাগ অংশই হল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন। বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বেতনভুক্ত কর্মচারী আছেন। এমনকি বিভিন্ন ফ্যাকাল্টির লিফট চালাবার জন্যও বেতনভুক্ত লিফট-ম্যান আছেন। তাদের বেশির ভাগই Duty করেন না। যেমন Business Faculty-র লিফট-ম্যান মহসীন হলে ফটোকপির দোকান চালান। তারা সবাই কর্মচারী সমিতি করেন। ক্ষমতাসীন দলের দালালদের ঘুষ দিয়ে Duty না করেও মাস-মাস বেতন তোলেন। এ পরিস্থিতিতে আমাদের সুন্দর বিশ্ববিদ্যালয়টি ধীরে-ধীরে একটি ভাগাড়ে পরিণত হচ্ছে। (বিশ্ববিদ্যালয় বছরে ৩৬৫ দিন খোলা থাকে না। ৫২ সপ্তাহে শুক্রবারই আছি ৫২ টি আর শীত ও গ্রীষ্মকালীন ছুটি ঈদ-পূজা-বড়দিন সহ অন্যান্য ছুটি মেলালে মোট প্রায় ১০০ দিন। মানে ধরা যাক বছরে ২৫০ দিন ভার্সিটি খোলা থাকে। তাহলে প্রতিদিন ১ কোটি টাকার বেশি বিশ্ববিদ্যালয়ে খরচ হয়। প্রতি ঘণ্টায় হয় ৪,০০,০০০ টাকা। ) আমরা মোবাইলের প্রতিটি মিনিটে, তেল কিনতে, নুন সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিস কিনতে যে ১৫% ভ্যাট দেই আর আমাদের বাবা-মা'র কষ্টার্জিত উপার্জনের টাকার যে অংশ সরকারকে ট্যাক্স হিসেবে দেন এটা সেই টাকারই অংশ। আমরা কী এই টাকার হিসাব চাইব না ???
সরকারি দলের দালালরা আমাদের উপর প্রতিনিয়ত যে নিপিড়ন চালাচ্ছে। আমরা কী এই নির্যাতন মুখ বুজে সহ্য করে যাবো ??
আমরা আমাদের কষ্টের টাকার হিসাব চাই। আমরা আমাদের উপর চলতে থাকা অন্যায় নির্যাতনের অবসান চাই।
তাই ঢাবির সকল শিক্ষার্থীদের মতামত দান এবং প্রশাসনকে জবাবদিহিতা করানোর গণতান্ত্রিক ও বৈধ প্রতিষ্ঠান হিসেবে Dhaka University Central Students' Union- DUCSU ডাকসু কার্যকর করার দাবি জানাই। এই দাবির পক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিলে গঠন করেছি "ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ " (১)
এছাড়া গত ২১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থীর দায়ের করা রীট মামলায় এই নির্বাচনের পক্ষে আদালত রায় দিয়েছে এবং সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ডাকসু নির্বাচন করতে না পারার কারণ জানতে চেয়েছে। অবিলম্বে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত। একটি রিট আবেদনে বুধবার হাই কোর্টের একটি বেঞ্চ রুল দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন করতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না। (২)
এই পর্যায়ে আমরা ডাকসু,রাকসু, জাগসু,জগসু সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদের সুষ্ঠু নির্বাচন চাই। কারণ যে ক্যাম্পাসে গণতন্ত্র নেই...... যেখানে দলবাজি চলে.... যেখানে শিক্ষার্থীদের উপর অন্যায় নির্যাতন চলে..... তা আর যাই হোক 'বিশ্ববিদ্যালয়' বলে বিবেচিত হতে পারে না.....
(১) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চের ফেসবুক গ্রুপে যান
(২) দৈনিক কালের কণ্ঠে এই সম্পর্কিত খবর দেখুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




