
আবার শূন্য থালাগুলো বেরিয়ে এসেছে পথে ।
বাড়িয়ে দেয়া হাড্ডিসার বাহু মৃতপ্রায় শরীর,
চোখ ফিরিয়ে নিয়েই তো অস্বীকার করার উপায় নেই
অবোধ্য প্রলাপে ক্ষুধার্তের আদিম আকুতি ।
হাভাতের দেশে মানেনা ক্ষুধা কোন শব্দের বাঁধ
দরাজ বক্তৃতায়
দুর্ভিক্ষে মুজিব সরকার তলিয়ে গ্যাছে,
প্রোপাগান্ডা বাসন্তীর জাল-পরা ছবি,
অসংখ্য সত্য-মিথ্যা খবরে ।
লঙ্গর খানাগুলোতে ওরা আর
উদ্বাস্তু নয়, হাভাতে মানুষ ।
সারা দেশে অদৃশ্য হানাদার,
ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধা ।
আজ আমাদের
কোন বসন্ত নেই
কোন সকাল নেই
দীর্ঘশ্বাস- আমাদের জাতীয় সঙ্গীত ।
তারিফ হক
প্রথম প্রকাশ: উত্তরের জানালা, অক্টোবর ২০০৭
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১২ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




