এখন আমরা কেমন আছি ?? হলে, ক্যান্টিনে, লাইব্রেরিতে, ক্লাসরুমে, বিশ্ববিদ্যালয়ের বাসে আমরা কেমন আছি ?? আমরা কমপক্ষে ১২ বছর পড়া লেখা করে এখানে চাকরের মত মাথা নত করে বাঁচতে আসিনি। এই দাসত্ব থেকে ছাত্র-ছাত্রীদের বের হবার একমাত্র উপায় গণতান্ত্রিক Dhaka University Central Students' Union DUCSU বা ডাকসু।
যেকোনো ভালো জিনিস পেতে গেলে তার কিছুটা ঝুঁকি থাকে। "No Risk No Gain"। ফিনেন্সের ছাত্র হিসেবে Risk & Return সম্পর্ক নিয়ে আমি সব সময়ই ভাবি। আমার বিশ্লেষণে DUCSU বিশ্ববিদ্যালয়কে যা দেবে তার তুলনায় এ সংশ্লিষ্ট Risk অনেক কম, ঠিক যেমনটা ৭১ সালে জাতি যে রিক্স নিয়েছিল তার তুলনায় আমরা যা পেয়েছি তা সত্যি অনেক বড়।
পাকিস্তান আজ বিশ্বের সবথেকে ব্যর্থ রাষ্ট্র। আমেরিকার সেটা অঘোষিত উপনিবেশ। পাকিস্তান সৃষ্টি পর থেকে আজ পর্যন্ত সেখানে কোন নির্বাচিত সরকার পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি। স্বাধীন বাংলাদেশ সেটার চেয়ে হাজার গুনে ভালো আছে।
তাই ডাকসুর মাধ্যমে ক্যাম্পাসে স্বাধীনতা আসবে। এটা হয়ত সব সমস্যা ১০০ ভাগ সমাধান করতে পারবে না কিন্তু অবশ্যই ৮০ ভাগ সমস্যার যৌক্তিক সমাধান করবে আর বাকি ২০ ভাগ সমস্যা সমাধানের উপায় খুঁজতে সকল শিক্ষার্থীকে একত্র করবে Unity Is Power আর Dhaka University Central Students' Union হলে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা United হবার সুযোগ পাবে, আমাদের এই একতাই আমাদের সকল খারাপের বিরুদ্ধে সংগ্রামে বিজয়ী করে তুলবে ।
আমরা সাধারণ ছাত্র-ছাত্রীরা সচেতন থাকলে DUCSU-র মাধ্যমেই ক্যাম্পাসকে সন্ত্রাস আর অছাত্রদের দখলদারিত্ব মুক্ত রাখতে পারব। "ক্যাম্পাসে সুদিনের ডাক ডাকসু ক্যাম্পাসে স্বাধীনতার ডাক ডাকসু"
এই ডাকে সাড়া দিয়ে আসুন যুক্ত হোন, বক্তব্য দিন/প্রশ্ন করুন:
"২৯ জুলাই রবিবার এগারটায় ডাকসুর দাবিতে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ অপরাজেয় বাংলায়"
ফেসবুকে এই ইভেন্টে যুক্ত হতে ক্লিক করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




