আমাদের আছে সোনার ফসল ফলাবার উপযোগী কোটি একর জমি। আমাদের আছে কোটি কোটি প্রবল পরিশ্রমী হাত। আমাদের রয়েছে অসংখ্য জীবনের নদী। আমাদের আছে প্রাকৃতিক গ্যাস আর কয়লার ভাণ্ডার। আছে বন আর প্রাণ বৈচিত্র্যের ভাণ্ডার। আছে সুনীল সমুদ্র। আছে দেশ রক্ষায় জীবন দেবার মহত্তম ইতিহাস। জ্ঞানে-বিজ্ঞানে-কবিতায়-গানে আছে এক অনন্য ভাণ্ডার।
বাংলাদেশ মোটেই ছোট দেশ না। বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে ৭ম বৃহত্তম দেশ। বাংলাদেশ বিশ্বের ৮ম বৃহত্তম শ্রমশক্তি।
আমাদের নেই এই বিপুল সম্পদ ভাণ্ডারকে কাজে লাগানোর মত অর্থনৈতিক পরিকল্পনা। People's Republic-এ পরিকল্পনা গঠনে নেই People বা জনগণের কোন ক্ষমতা।
আর একটা গুরুত্ব পূর্ণ বিষয়, নীতি তে সমস্যা থাকলে মানুষের তা মানতে কষ্ট হবে। মানুষ দুর্নীতি করতে বাধ্য হবে। দুর্নীতি রোধে নীতি গঠনে সকল শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণ চাই। এর জন্য চাই জনগণের সরকার।
জনগণের সরকারের কাঠামো সম্পর্কে আমার প্রস্তাবনা হলঃ জাতীয় সংসদ হবে, দেশের কৃষক,শ্রমিক,চাকরীজীবি,বুদ্ধিজীবি,সৈনিক সকলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে। যারা দেশের জন্য নীতি আর আইন প্রণয়ন করবেন। আর স্থানীয় উন্নয়নের জন্য দেশের প্রত্যেক উপজেলার চেয়ারম্যানদের নিয়ে সংসদের একটা নিম্ন কক্ষ থাকতে পারে। এতে স্থানীয় উন্নয়ন যেমন রাস্তা-ঘাট, স্কুল কলেজ নির্মানে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। আর রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান হবেন প্রেসিডেন্ট। এবং তাকে অবশ্যই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে হবে।
তাই সত্যিকারের People's Republic কার্যকর করতে জনগণের সরকার গঠনের ডাক দিয়ে যাই।
জয় মানবতার জয় !!
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




