![]()
আমরা একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করতে যাচ্ছি। এই পত্রিকায় প্রকাশের জন্য কবিতা, গল্প, সাহিত্য বিষয়ক প্রবন্ধ এবং অন্য যেকোনো ফর্মের ফিকশন আহবান করা হচ্ছে। প্রকাশের জন্য বিবেচনায় আসতে হলে লেখা সর্বোচ্চ ১০০০ শব্দ পর্যন্ত হতে পারে।
লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
লেখা পাঠানোর সর্বশেষ তারিখ: ১০ নভেম্বর '১৩
প্রস্তাবনা:
/উনিশ/
এটা বলার অপেক্ষা রাখে না সাহিত্য বিষয়ে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। তবে আমরা দাবি করতে পারি সাহিত্যের প্রতি আমাদের ভালোবাসা সত্যিই অসীম। এই ভালোবাসার দাবি থেকেই 'উনিশ'-এর যাত্রা শুরু হল। শুরুতেই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক পত্রিকার নাম 'উনিশ' রাখা হলো কেন। বস্তুজগৎ কার্যকারণ সম্পর্কের জালে আবদ্ধ। কিন্তু সাহিত্য বিশেষ করে বর্তমান কালের সাহিত্য এই কার্যকারণের নিয়ম সবসময় মানতে বাধ্য বলে আমরা মনে করি না।
তবুও কথা থেকে যায়, কারণ হয়ত নেই কিন্তু 'উনিশ' রাখার কোন উপলক্ষ আছে কি ? হ্যাঁ তা একটা আছে বটে। উনিশ একটা মৌলিক সংখ্যা। গণিতের ভাষায় বলতে গেলে এর কোন উৎপাদক নেই। 'উনিশ'-এর যাত্রা শুরু হল মৌলিকের দিকে। মৌলিক সাহিত্যের দিকে। তবে সব তরী তিরে ভেরে না। সব যাত্রা গন্তব্যে পৌঁছায় না। 'উনিশ' কতটুকু সফল হবে জানি না তবে এর যাত্রা হল শুরু। এই যাত্রা যাতে সফল হয় সে জন্য আপনাদের শুভকামনা প্রত্যাশা করছি।
নির্দিষ্ট গণ্ডির মধ্যে না রেখে আমরা এই পত্রিকাতে বাংলাভাষী বিভিন্ন অঞ্চলের লেখকদের লেখার সমাবেশ ঘটাতে চাই। আমরা এই পত্রিকায় সম্ভাবনাময় কিন্তু স্বল্প পরিচিত কবি ও সাহিত্যিকদের স্থান করে দিতে চাই। পরিচিত ও কবিদের কবিতা যে একেবারেই আসবে না আমরা এমনটা বলছি না প্রাসঙ্গিক হলে আসতে পারে কিন্তু আমদের সবসময় এটাই চেষ্টা থাকবে যেন তা নতুনদের উপস্থিতির জন্য বাঁধা হয়ে না দাঁড়ায়।
উনিশের প্রথম সংখ্যা আমরা উৎসর্গ করছি এই পৃথিবীকে। পৃথিবীর প্রাণ-প্রকৃতি-পরিবেশ, জীবিত-মৃত, জৈব-অজৈব সব কিছুকে। আমরা আশা করি পৃথিবীতে একদিন কোন মারণাস্ত্র থাকবে না। লড়াই হবে শুধুই শিল্পের। _সম্পাদক
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




