
বিয়ে হতে দেরি হলে কি কি সমস্যায় ভোগে নারী আর পুরুষ?
নারীরা:
আমাদের সমাজে এখনো একজন নারীর শেষ গন্তব্য ও সাফল্য বিবেচনা করা হয় বিয়ে ও সংসারকেই। আর তাই, একটি নির্দিষ্ট বয়সের মাঝে বিয়ে না হলে বেশিরভাগ নারীই কিছু মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন। এমনকি যারা ব্যক্তিত্ব সম্পন্ন নারী, তাঁদের মাঝেও দেখা যায় কিছু কিছু ব্যাপার
১) একাকীত্ব থেকে বিষণ্ণ হয়ে যাওয়া
২) নিজেকে অযোগ্য মনে করা
৩) খুব কাছের বোন বা বান্ধবীর প্রতিও ঈর্ষা হওয়া
৪) বিয়ে করার জন্য তাড়াহুড়া করতে গিয়ে নিজেকে হাস্যকর করে ফেলা
৫) চাপের মুখে ভুল মানুষকে বেছে নেয়া
৬) কারো ভালো সহ্য করতে না পারা
৭) আত্মবিশ্বাস হারিয়ে ফেলা।
পুরুষরা:
১)বয়স বাড়ার সাথে সাথে পুরুষের Fertility কমতে থাকে।
২)পুরুষ যদি দেরি করে সন্তান গ্রহণ করে তাহলে সেই সন্তানের মাঝে জেনেটিক্যাল এবনরমালিটি দেখার সম্ভাবনা থাকে।
৩)বয়স বাড়ার সাথে সাথে পুরুষের স্পার্ম কোয়ালিটি দুর্বল হতে থাকে।
৪)যৌনতা বিষয়ক সমস্যায় ভুগে।
৫)এর মানে একজন ২০ বছরের পুরুষ একদিনে যতবার সংগম করতে পারে একজন ৩০ বছরের পুরুষ ততবার সংগম করতে সক্ষম নয়।
৬)একটি গবেষণায় দেখা গিয়েছে যাদের বয়স ৪৫-৪৯ তাদের সন্তানের Schizophrenia রোগ হবার দ্বিগুণ ঝুঁকি আছে তাদের তুলনায় যাদের বয়স ২৫ বা তার কম।
৭)দেরিতে বিয়ে করার শারীরিক অপকারিতার থেকে আত্মিক অপকারিতা বেশি।
তাসলিমা ম্যারেজ মিডিয়া
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৮ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




