সকালবেলা ঘুম ভাঙ্গতেই চোখ পড়ল ঘড়িতে... চমকে উঠলাম ৮টা বাজে, এখন-ত ৭টা বাজার কথা। ১-২সেকেন্ড সময় লাগল মনে করতে যে আমি ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সময়ে আছি। জানি না কেন, প্রতিদিনই এমনটি হয় কিন্তু রাতে ঘুমাতে যাবার আগে ডিজিটাল সময়ের কথা একেবারেই মনে থাকে না।
খুব তাড়াহুড়ো করে অফিসে আসার জন্য রেডি হলাম। রাস্তার দিকে হাঁটছিলাম আর ভাবছিলাম আজকে অফিসে পৌঁছাতে আমাকে কত সংগ্রাম করতে হবে কে জানে?
অনেক কষ্টে একটা রিক্সা পেলাম তাও আবার দুরুত্বের তুলনায় অতিরিক্ত ভাড়া দিয়ে, বিশাল একটা লাইনে দাঁড়ালাম পরপর ২টা বাস মিস করলাম অবশেষে অনেক চাপাচাপি করে বাসে উঠলাম (কি করব সময়-ত আর আমার জন্য অপেক্ষা করে থাকবে না), তারপর বিশাল ট্রাফিক জ্যাম সুতরাং ১৫মিনিটের রাস্তা ৪৫মিনিটে পাড়ি দিয়ে অবশেষে অফিসে পৌঁছালাম। এটাত সংগ্রাম তাই না? অফিস টাইমে রিক্সা খুঁজা, লম্বা লাইনে দাড়িঁয়ে অনেক চাপাচাপি করে বাসে চড়া, বিশাল ট্রাফিক জ্যাম পাড়ি দেওয়া এসব মিলিয়ে-ত রীতিমত একটা সংগ্রাম এবং প্রতিদিন। প্রতিদিন এ সংগ্রাম করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি তাই অবশেষে আজ একটা সিন্ধান্ত নিয়েই ফেললাম :
চলে যাব ঢাকা ছেড়ে
দুরে বহুদুরে
যেখানে থাকবে না কোন যানজট............
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




