দেশের সব এমপি, মন্ত্রী, সচিব, আমলা ও বড় ব্যবসায়ী এবং অন্যান্য ভি আই পিরা নাকি গ্রামীনফোনের ০১৭১১... সিরিজের সীম ইউজ করেন।
আমি এই তথ্য জানলাম আমার এক ক্লাসমেট থেকে যার বাবা কোন এক উপসচবের পিএস। ওর বাবার ফোনবুকে নাকি ও দেখছে যে হাসিনা ও খালেদা খালার নাম্বার ও ০১৭১১ সিরিজের
আমার পরিচিত অনেক ছোটখাটো ভি আই পিরাও এই সিরিজের নাম্বার ইউজ করে
এই সিরিজটা জিপির প্রথম সিরিয়াল যা সম্ভবত ১৯৯৮ এ বের হইয়া ছিল
আমার কিছু বন্ধু আছে যারা এই সীম ইউজ কইরা চরমভাবে দিনাতিপাত করে এবং গাত্রদাহ করার পায়তারা চালায়
তাহারাও নিজেদের ভি আই পি বলিয়া গণ্য করে এবং ঘোষনা দেয়
আমি চিন্তা করিয়া দেখিলাম আমার সমগ্রজীবনে ভি আই পি হওয়ার কোন চান্স নাই
ব্লগের কোন উদার দাতা ভ্রাতা কিংবা ভগিনীর কাছে যদি উক্ত সিরিজের একাধিক বা অব্যবহৃত সিম থাকে তবে আমাকে এক পিস দান করিয়া বাধিত কইরা ফেলতে পারেন
আমি একখান ০১৭৩৭ ইউজ করি। যাহা ডিজুস কিন্তু উহা আমাকে আর টানেনা।
কেহ যদি আমারে দান করিয়া দানবীর হইতে চান তবে কমেন্টাইতে পারেন অথবা [email protected] এ মেইল করিয়া সীম উঠানোর সকল প্রক্রিয়া বর্ননা করিতে পারেন।
কেউ চাইলে উচ্চ দাম হাকিতে পারেন যাহা আমার বন্ধুরা করে
হলের অ্যাড্রেসে সীমখানা পাঠাইলেও চলিবে। তবে উহা দেয়া কি সম্ভব?
আগাম ধইন্যা পাতা বাইটা রাখলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


