
বিপুল সংখ্যক বাংলাদেশি ভাইয়েরা সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্স সিনেমা "Extraction" এ বাংলাদেশকে পচানো হইছে অভিযোগে ইন্টারনেট ফাটায়া ফেলতেছে। এখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মিকে একজন মাদক সম্রাটের দাস হিসাবে দেখান হয়েছে। যদি আপনার একটা নেটফ্লিক্স একাউন্ট থাকে তবে এই লেখা আপনার জন্য না। কিন্তু যদি আপনি কোন পাইরেসি সাইট থেকে সিনেমাটি ডাউনলোড করে দেখেন, তবে আপনি একজন চোর। নেটফ্লিক্সকে কি করতে হবে আর হবে না তা শিখানর কোন নৈতিক অধিকার অবশ্যই একজন চোরের নাই।
বাংলাদেশের একটা বড় অংশই দুর্নীতিগ্রস্থ। প্রতিদিনই টিভি খুললে দেখি ত্রাণ চোর গ্রেফতার। বাংলাদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে অসৎ। হঠাৎ এখন সিনেমায় মহান করে দেখাতে হবে?
অতীতে আরও বহু সিনেমায় হলিউড "মিথ্যা তথ্য" দেখিয়েছে। কে কে চিল্লাইছে?
নেটফ্লিক্স বয়কট করবেন? আপনার তো একাউন্টই নেই!
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



