
CTRL + BKSP
সাধারণত ব্যাকস্পেস চেপে রাখলে একটা একটা করে অক্ষর মুভে, কন্ট্রোল চেপে করলে একটা একটা ওয়ার্ড মুছে। ফলে দ্রুত কাজ করা যায়।
ALT + TAB
দুইটা সফটওয়্যারের মধ্যে দ্রুত যাওয়া আসার জন্য ব্যবহার করতে হয় এটা। ধরেন আপনি এমএসওয়ার্ড আর ক্রোম ব্যবহার করছেন। ক্রোম থেকে কিছু দেখে নিতে হচ্ছে বারবার। তখন আপনি এই সর্টকাট ব্যবহার করে দ্রুত ওয়ার্ড আর ক্রোমের মধ্যে যাওয়া আসা করতে পারবেন।
CTRL + W
ব্রাউজারে একাধিক ট্যাব ওপেন থাকলে একটা একটা করে এই সর্টকাট দিয়ে বন্ধ করতে পারেন। এটা প্রেস করলে বর্তমানে আপনি যে ট্যাবে আছেন, সেটা বন্ধ হয়ে যাবে। এমএসওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদিতে একাধিক ফাইল ওপেন থাকলে সেগুলিও একে-একে এভাবে বন্ধ করতে পারেন।
CTRL + L
কোন ব্রাউজারের এড্রেসবারে কিছু লেখা দরকার? এই বাটন চাপ দিন, দেখবেন নতুন এড্রেস লিখতে পারবেন।
Windows + D
যত প্রোগ্রাম চালু থাকুক না কেন, সব এক সাথে মিনিমাইজ করে ডেস্কটপ দেখতে চান? ব্যাস, এই সর্টকাট চাপুন।
CTRL + T
ব্রাউজারে নতুন ট্যাব খোলার জন্য এই সর্টকাট।
Windows + L
দ্রুত কম্পিউটার লক করবার জন্য এই সর্টকাট।
Photo by Anas Alshanti on Unsplash
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




