স্কুল জীবনে কত ভূল করেছি তার ইয়ত্তা নেই।আমার বাবা, চাচা,দাদা,দাদী, নানা, সবাই খুব বড় মাপের ধুমপায়ী ছিলেন (অবাক হবেন না,কারন আগের দিনে মহিলারাও তামাক সাঁঝতে পছন্দ করতেন) স্বভাবতই আমি-ও একসময় ধূমপানে আগ্রহী হই...তখন পাঁচ কেলাসে পরি..নানার ছুঁড়ে ফেলা সিগারেটের শেষ অংশের সুখটান আজো মনে আছে...এর পর দাদীর লুকিয়ে রাখা বিড়ি...এর পর ধীরে ধীরে দুষ্টু ছেলের দল, ছন্ন ছাড়ার দল...এবং রিতিমত স্কুল পলায়ন...
কত বার যে কেলাস টিচার আমাকে ঢাকা কলেজের পুকুর থেকে কান ধরে তুলে এনেছিলেন..তা গুনে শেষ হবে না..নয়, দশ কেলাশে তো মোট ৪৩২ কার্য দিবসে আমার উপস্হিতি ছিলো ১৮ দিন...যা দেখার পর আমার মা ছোট খাট স্ট্রোক করেছিলেন..কারন ৪৩২ কার্য দিবসে কমসে কম উনি ৪০০ দিন আমাকে স্কুল এ দেয়া নেয়া করেছিলেন!!!!!...আমার এই পলায়ন কর্মে বড় ভাই ও বরাবর সংগি ছিলো..আমরা পিঠাপিঠি ছিলাম তাই একই সংগে ধূমপান, আড্ডা,তর্ক আমাদের খুব ভালো বন্ধুও বানিয়েছিলো...এখনো স্কুলের পুরাতন স্যর রা আমাদের কুখ্যাত বলেই চিনেন..
এত সব কিছুর মধ্যে সব চেয়ে বড় ভুলটি ছিলো ধূমপানেই হয়তো...এবং এই ভূলের মাসূল আমাকে কি ভাবে দিতে হয়েছিলো তা পরবর্তী ক্রমে প্রকাশ করবো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




