"প্রিয়মুখ প্রেম"
----খুনি
এক চিলতে রোদ হায়,
দুষ্ট মেঘে বারেবার, কোথা হারিয়ে যায় ?
ভাবছি যখন বসে-
ধুলোয় ধূসর চশমা কেন, ক্লান্তি টেনে হাসে?
স্মৃতিচারনে মন-
নীরবে খোঁজে, কি সারাক্ষন
শেষ ঘরের ঐ খোলা জানালায়
প্রিয়মুখ প্রেম আজও খুঁজে যায়-
তোমার আপনজন।
সে-কি আমারও আপনজন?
বিন্দু চোখের জল হায়,
কালের স্রোতে বারেবার, কোথা হারিয়ে যায়?
মনে আজ কারে দোষে-
ভাগ্য হয়ে বিধাতা কেন সম'স্বরে হাসে?
চেয়েছে যখন মন-
থাকবে পাশে আমার হয়ে, তোমার আজীবন
ভাবিনি কখনও, যদি পরপারে'র হায়
অভাগার আগে সোহাগির ডাক এসে যায়
তোমার অণুক্ষন।
নয়-কি আমারও অনুক্ষন?
এক চিলতে রোদ হায়,
দুষ্ট মেঘে বারেবার, কোথা হারিয়ে যায় ?
ভাবছি যখন বসে-
ধুলোয় ধূসর চশমা কেন, ক্লান্তি টেনে হাসে?
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




