আজ আমার স্বাধীনতা
-------খুনি
স্বাধীনতা যেন এই শহীদ-সৌধে, রঙিন ফুল সাজায়ে নয়,
ভোরের প্রথম কুচকাওয়াজে আর তোপ চালিয়ে নয়।
এ'নয় শুধু সমস্বরে গাওয়া, তোদের দেশাত্মবোধক গান
নয় যে শুধু গ্যাসে পোড়া শিখা অনির্বাণ..
রক্ত লাল সূর্য, ঘাসের লতা ,মায়ের ভেঁজা চোখের পাতা,
এসব ভেবেই নয় যে শুধু, আজ আমার স্বাধীনতা।
আমার মায়ের সম্ভ্রম নিয়ে, খেলছে না আর পাক হানাদার
যারা খেলে প্রকাশ্য লোকে , নাম দিবো তার কোন জানোয়ার?
হরি' লুটে গেছে চলে, ব্রিটিশ পাকিস গেছি ভুলে, পেটের তারনায়
নবাব সকল ফিরলেন বুঝি, নবাবীর বাংলায়..
মাথার উপর উড়ছে যখন, যুগান্তরের চরকা ঘুড়ি,
নবাব হাঁসেন চাঁদ দেখিয়ে, ঐ যে মোদের চরকা বুড়ি..
স্বাদ হীনতাই হবে যদি আজ স্বাধীনতার বুলি
সত্যের মছিলে,জয়গান ফেলে, যেন সব মত এড়িয়ে চলি।
স্বাধীনতা হোক মাথার ভেতর, কেবল হাতের মুঠোয় নয়
স্বাধীন আমি বলতে আজই, হবে না-যে সংশয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




