মাননীয় বিরোধিদলীয় নেত্রী,
আপনার নিকট সবিনয় নিবেদন এই যে,দয়া করে হরতালের মত সহিংস পন্হা বেছে নিবেন না।একটু চিন্তা করে দেখুন গত ৩ দিনের হরতাল কর্মসূচি আপনার জনপ্রিয়তা যেমন একদিকে কমিয়ে এনেছে তেমনি আমার মত কোটি কোটি সচেতন নাগরিকদের প্রতিবাদের পথ থেকে সরিয়ে আনছে।সব সময় একদল সুষ্ঠ চিন্তা সম্পন্ন জনোস্রোত প্রতিবাদ থেকে মুখ লুকিয়ে শুধু কাগজে কলমে,বিভিন্ন ব্লগে লিখেই যাচ্ছেন।অথবা বিনিময় করে যাচ্ছেন বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা মুখোরোচক কলাম।
আপনি যদি একটু কষ্ট করে,পাঁ-য়ে হেটে প্রধানমন্ত্রীর অফিস, বাসভবন , সচিবালয়,অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করে রাখার ঘোষণা দিয়ে দিতেন এবং যতক্ষণ ইলিয়াসকে ফেরৎ দেয়া না হবে ততদিন প্রধানমন্ত্রীর অফিস, বাসা ও মন্ত্রীদের অফিস-সচিবালয় ঘেরাও করে রাখার কর্মসূচি ঘোষনা করে দিতেন, তবে আপনার সাথে পাঁয়ে হেটে আমার মত কোটি কোটি নগরবাসিরাও যোগ দিতে পারবে বলে আমার বিশ্বাস..ঠিক যেভাবে সচেতন মানুষরা প্রতিবাদ জানায় সেভাবেই প্রতিবাদ করার চেষ্টা করুন..আমরা সভ্য যুগের ছেলে মেয়ে।তাই বর্বরতার ভাষা আমদের বুঝতে কষ্ট হয়।আমাদের সভ্য গনতান্ত্রিক পরিবেশ তৈরি করে দিন।যার সুফল অনাগত ভবিষ্যত সবসময় পেয়ে আসবে।আপনার প্রতিবাদের হাত-কে সত্যিকার গনতান্ত্রিক শক্তিতে রপান্তরিত করতে এবং আমাদেরকে-ও প্রতিবাদ করার সুযোগ করে দিতে আপনার একটু আধুনিক চিন্তা শক্তিবোধ ও ইচ্ছা-ই যথেষ্ঠ।এই প্রতিবাদ শুধু ইলিয়াস আলীর জন্য নয়, নয় কনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য।প্রতিবাদ হবে ১৬ কোটি মানুষের সুষ্ঠ ভাবে বেঁচে থাকার অধিকার নিয়ে।
বিনীত নিবেদক
একজন সচেতন নাগরিক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




