আজ(জানুয়ারী ২৬) বিকেল থেকে আগামীকাল (জানু ২৭) পর্যন্ত ভয়াবহ তুষার ঝড়/ব্লীজার্ড ওয়ার্নিং রয়েছে নিউ ইয়র্কে! ২ থেকে ৩ ফুট স্নো পরতে পারে এবং সেই সাথে ঘন্টায় ৫৫/৬৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া, যা কিনা নিউ ইয়র্ক সিটির জন্য ইতিহাস হয়ে যেতে পারে!...এমন অবস্থায় অফিসে এসেছি আমরা (আমি আর আমার হাসব্যান্ড) , গতবছর এর চাইতেও বহু কম তুষার ঝড়ে গাড়িতে বাসায় যেতে সময় লেগেছিলো সাড়ে ৭ ঘনটা--নরমালি আমাদের অফিস থেকে বাসায় যেতে লাগে সর্বোচ্চ ১ ঘন্টা! সেই ভয়ংকর জার্নির কথা মনে পড়লে গা শিউড়ে ওঠে....আজ কতক্ষন লাগবে, আাল্লাহই জানে
সবার দোয়া কামনা করি....
গতবছরের তুষার ঝড়ের কিছু ছবি (স্থান- লং আইল্যান্ড, নিউ ইয়র্ক)





অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


