আমার সেল ফোনে তোলা সীজন বা ঋতুর কিছু ছবি...বাসার কছে পিঠেই! এর আগের অনেক ছবি দিয়েছিলাম "ছবির রাজ্যে" নামে--ওটা প্রথম পাতায় আসলো না কেন বুঝলামনা !...।যাহোক এটা দেখা যাক প্রথম পাতায় প্রকাশিত হওয়ার মত যোগ্য হবে কিনা কে জানে



গ্রীষ্মের (জুন-অগাস্ট)কিছু ছবি--ফুল লাগিয়েছিলাম সামনের পোর্চের কাছে, আরেকটা ছেলের সকার প্র্যাকটিস মাঠে--মেঘ ঘনিয়ে আসছিলো!



Fall সীজন /হেমন্ত বলা যেতে পারে(সেপ্টেম্বর- নভেম্বর)---গাছের পাতা গুলোয় আগুন ধরছে ধীরে ধীরে!



গত শীতের ছবি (ডিসেম্বর-মার্চ)--প্রচুর তুষারপাত হয়েছিলো, রাতের ছবিটা ব্যাকইয়ার্ডের...কেমন ঘোরলাগা, জ্যোৎস্না মাখা...ছেলেমেয়ে মিলে হাড়কাঁপানো বরফে বসে এই কিউট স্নো ম্যানটা গড়েছিলো--ছো মেরে আমার মাফলার, কানটুপি নিয়ে স্নো ম্যানকে পরিয়ে দিয়েছিলো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


