
কখনো কখনো অপক্ষে করি
অক্লান্ত ঘড়ি, অক্লান্ত অপেক্ষা
দূর দিগন্তে অক্লান্ত আমার দৃষ্টি
অক্লান্ত দিন, অক্লান্ত রাত।
হয়তো, অনন্তকাল!
হয়তো, কাল মহাকাল!
এক গ্লাস পানির জন্য,
মাত্র, এক গ্লাস পানির জন্য।
পানীয় পানি
কোমল স্বচ্ছ বরফ শীতল এক গ্লাস পানীয় পানি।।
ঠাকুরমাহমুদ
মোজাম্বিক, পূর্ব আফ্রিকা
সময়কাল - ১৯৯৪
আত্মকথা: আমাদের প্রধান মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা। প্রধান পাঁচটি মৌলিক চাহিদার অন্যতম খাদ্য আর খদ্যের অন্যতম অংশটি খুব সম্ভব খাবার পানি হতে পারে (আমার ধারণা)। একই সঙ্গে আমার ধারণা যিনি খাদ্যের অভাব, পানীয় পানির অভাব কখনো অনুভব করেননি তিনি খাদ্য ও পানীয় পানির মূল্য জানেন না।
উৎসর্গ: কবিতাটি উৎসর্গ করছি ছবি প্রেমিক একজন মানুষ মরুভূমির জলদস্যু ভাইকে, যিনি ব্লগে ছবিসংক্রান্ত পোস্ট তৈরি করতে ও ছবি সংযুক্ত করতে আমার দিকে বার বার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
ছবির তথ্যসূত্র: www.allure.com
কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




