
ভিড়, জনসমাগম, সমাগম, জনসমাবেশ, সমাবেশ, সভা, বৈঠক অর্থ এই নয় উক্ত বিষয়/স্থান/কাল/পাত্র পপুলার নামী দামী যশ বা প্রসিদ্ধ বা বিখ্যাত হতে হবে! জরুরী নয়। ছোট্ট একটি উদাহরণ:- মিষ্টির দোকানের সামনে সাধারণত কেমন ভিড় থাকে? কিন্তু ময়লার ঢিবি নষ্ট পঁচা গলা নালা নর্দমাতে ভিড় আছে! পোকা মাকড়ের ভিড়। নষ্ট পঁচা গলা নর্দমার কীটের ভিড়।
আশ্চর্য হলেও সত্য - এই নষ্ট পঁচা গলা নর্দমাতে মানুষেও ভিড় করে! - কেউ হয়তো বাঁচার তাগিদে এক বেলা ভাত খাবার জন্য নর্দমায় কিছু খোঁজ করছে! কেউ আবার নেশায় বুঁদ হতে নর্দমার পাশে ভিড় করছে। রাজধানী ঢাকা শহরের সকল ডাস্টবিনের নর্দমাগুলো ঢাকার কাছাকাছি আশুলিয়া-আমিন বাজার-যাত্রাবাড়ি ডাম্পিং হয়। কি দিন কি রাত্রি। সকাল বিকাল দুপুর! আর, রাত যতো বাড়ে এখানে নেশা করার লোকের আনাগোনা ততো বাড়ে। নষ্ট নর্দমার পাশে বসে এরা মজা পায়, অনাবিল আনন্দ পায়। নষ্ট নর্দমাতে এদের নেশা জমে ট্র্যাফিক জ্যাম হয়। নেশার ট্র্যাফিকে আনন্দে ভয়াবহ ধরনের মাতম হয়! - এই মাতম দেখার মতো!
নষ্ট পঁচা গলা নর্দমার নেশার মজা এদের পেয়ে বসেছে - এদের জীবনে আর কিছু চাওয়ার নেই পাওয়ারও নেই। সমাপ্ত।
ছবি সূত্র: enter at your own risk
কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




