
মানুষ হিসেবে আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে - সাধারণত মানুষ ভুল করে, তার মাশুল দিতে গিয়ে এই কথাটি বলে থাকে। পরীক্ষা নরীক্ষা কিছু না।
ফিলিস্তিনে এতো এতো মুসলিমের মৃত্যু হচ্ছে, সাধারণ মৃত্যু না, ভয়ংকর থেকেও ভয়ংকর মৃত্যু। কারো পা উড়ে গিয়েছে, কারো হাত উড়ে গিয়েছে। কারো মাথা থেতলে গিয়েছে তো কারো আস্ত শরীর টুকরো টুকরো হয়ে গিয়েছে! কারো কারো উপর গুলি বোমা মর্টার শেল পরার পরও মৃত্যু হচ্ছে না, মত্যু হয়ে গেলে হয়তো বেঁচে যেতো! হাত পা পঁচে গলে গ্যাংগ্রিন হয়ে গিয়েছে! বেঁচে আছে ভয়ংকর অমানবিক কষ্ট নিয়ে বেঁচে আছে - চিৎকার করছে, আল্লাহকে ডাকছে! - ওলি আওলিয়া দরবেশ পীর পয়গম্বর নবী রাসুল এমন কি ঈশ্বর আল্লাহ ভগবান কেউ এই বিষয়ে মনে হয় তেমন কিছু জানেন না। জ্বীন পরীও নেই? আবাবিল পাখিও নেই। এতো এতো হাজার হাজার, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমের মৃত্যু হচ্ছে! এই দায়ভার কার? ইসলাম তো আল্লাহর সৃষ্টি একমাত্র সঠিক ধর্ম। একমাত্র সঠিক ধর্মের সঠিক পথের লোকজনের অকাল ও অপঘাত আর এতো এতো অমানবিক কষ্টের মৃত্যুর জন্য দায়ী কে?
বাংলাদেশী মানুষ কি জানে? - ইথিওপিয়া নাইজেরিয়া আফগানিস্তান সিরিয়া ইয়েমেন সহ ইরান ইরাক লিবিয়া ফিলিস্তিনে - মুসলিম ও ইসলাম ধর্মের কি পরিমাণ মানুষের যুদ্ধ-বিগ্রহ ও অপঘাতে মৃত্যু হয়েছে? কি পরিমাণ মৃত্যু হয়েছে নিরপরাধ নারী পুরুষ ও শিশু! ভবিষ্যতে আরও কি পরিমাণ মৃত্যু হতে পারে?
এতো এতো মৃত্যুর কারণ কি? দায়ী কে?
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২৫ রাত ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




