
আমাদের দেশে কিছু হোক আর না হোক দালাল জন্ম দিয়েছে প্রচুর। আপনি যদি এখনও দালালের যন্ত্রনা ভোগ না করে থাকেন এর অর্থ এই নয় আপনি ভাগ্যবান, না মোটেও না! আপনি অবশ্যই আগামীতে দালাল দ্বারা যন্ত্রনা ভোগ করবেন এবং এটি নিশ্চিত।
জায়গা জমি বাড়ি গাড়ি এমনকি গরু কিনতেও আছে দালাল। আশা করি গরু দালালের সাথে সবাই কম বেশি পরিচিত আছেন। দেশে আছে মানব পাচারের দালাল। আছে চাকরির বাজারের দালাল। আছে সরকারি হাসপাতালে দালাল। এমনকি বেসরকারি হাসপাতালেও দালাল আছে। প্রশ্নপত্র ফাঁসে আছে দালাল, ভালো মন্দ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্যও দালাল আছে। এছাড়া বিয়ে বাজারে দালাল আছে যাকে আমরা ঘটক নামে চিনি! ট্রেনের টিকেট লঞ্চের টিকেটেও আছে দালাল যাকে আমরা ব্ল্যাকার নামে চিনি। ৭০ ও ৮০’এর দশকে যারা সিনেমা হলে সিনেমা দেখেছেন টিকেট করতে হতো ব্লাকের মাধ্যমে! ব্লাক ম্লাক কিছু না উহা আসলে একজন দালাল।
আছে রাজনৈতিক দালাল। গুন্ডা পান্ডা হওয়ার মতো পেশী শক্তি / পারিবারিক শক্তি / ও গোষ্ঠীগত শক্তি না থাকার কারণে এরা হয়ে যায় রাজনৈতিক দালাল। বিএনপির দালাল, জামাত শিবিরের দালাল, আওয়ামী লীগের দালাল। আমার লেখা যারা কম বেশি পড়েছেন তারা অবশ্যই পড়ে থাকবেন “আওয়ামী লীগ, বিএনপি, জামাত” হচ্ছে একটি পূর্ণাঙ্গ দলের তিনটি ভগ্নাংশ মাত্র। প্রতিটি ভগ্নাংশ দলের আবার বহু বহু সিস্টার কনসার্ন আছে। এই তিনটি ভগ্নাংশ দল হচ্ছে বাংলাদেশের ডাস্টবিন। ডাস্টবিনকে বারংবার সংসদে উঠিয়ে আনা হয়েছে! এবং এই ডাস্টবিন সংসদ সরকার আইন প্রশাসনকে নষ্ট করেছে। এর জন্য দায়ী বাংলাদেশের আমজনতার বড় একটি অংশ! - যাদের জন্মই হয়েছে অন্যের দ্বারা প্ররোচিত ও প্রভাবিত হওয়ার জন্য, বায়েস্ট হওয়ার জন্য। এদের ঈশ্বর আল্লাহ ভগবান হচ্ছে - জামাত, বিএনপি, আওয়ামী লীগ! এরা ঈশ্বর আল্লাহ ভগবানের নামে প্রার্থনা করে না, এরা প্রার্থনা করে জামাত, বিএনপি, আওয়ামী লীগের নামে। এই তিন ভগ্ন ডাস্টবিনের কারণে বাংলাদেশে কোনো ভালো রাজনৈতিক দল তৈরি হতে পারেনি।
আমাদের দেশের মানুষ দালালি করে করে যেইভাবে আওয়ামী প্রেম, বিএনপি প্রেম, ও জামাত প্রেমে অন্ধ হয়! তার থেকে মাত্র ১০% যদি নিজ কাজে মনোযোগী হতো তাহলে এই দেশ ভিক্ষার থালা হাতে ওয়ার্ল্ড ব্যাংক এশিয়ান ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হয় না। আমেরিকার ট্যাক্স নিয়ে চিন্তা করতে হয় না! দেশে বেকার থাকতে হয় না! প্রবাসেও যেতে হয় না। পেট্রোলিয়ামের দেশ সাউদি আরবে হেন দেশের লোক নাই যারা চাকরি করছে না! আর বাংলাদেশে ছিলো গ্যাস - আর কিছুদিন পর হবে শেষ।
বহু বহু দালাল কার নামে কি আর কতো হ্যাশট্যাগ হবে! কানা’কে কানা বললে রাগ করে, ঠিক তেমনই দালাল’কেও দালাল বললে হ্যাশট্যাগ দিলে রাগ করে। সবচেয়ে লজ্জাকর বিষয়, দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ এ আজ ৫০ বছর হয়ে গিয়েছে। তারপরও দেশ ভরে আছে ভারতীয় দালাল আর পাকিস্তানি দালালে। প্রতিটি মানুষ যেই সমাজে বসবাস করে সেই সমাজে হাজার হাজার মানুষের বসবাস। একজন দালালকে সেই সমাজে দালাল হিসেবেই চিনে। উক্ত ব্যক্তি নিজ নামের অগ্রভাগে নিজেই হ্যাশট্যাগ দিয়েছেন। দালাল হ্যাশট্যাগের জন্য সমাজ, পরিবেশ ও দেশ কেউ দায়ী নন। দায়ী সে নিজে।
পরিশিষ্ট: আমাদের সময়ে সবচেয়ে ঘৃণ্য দালাল ছিলো সিনেমা হলের দালাল আর দেশদ্রোহী দালাল তথা ১৯৭১এর দালাল। পাকিস্তানি দালাল ও ভারতীয় দালাল একই। এরা উভয়ে বাংলাদেশের জন্য নর্দমা। আপনি স্বাধীন মানুষ - এখন আপনার বিষয়, আপনি নর্দমা কি ডাস্টবিনে রাখবেন, নাকি তাবিজ করে গলায় ঝুলিয়ে রাখবেন। সম্পূর্ণ আপনার বিষয়। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



