
বরাবর:
এডমিন / কাল্পনিক ভালোবাসা
সামহোয়্যারইন ব্লগ
তারিখ: ১৬-০৮-২০২৫
প্রসঙ্গ: লেখালেখির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরী।
আমার মনে হয় ব্লগে আমাদের লেখালেখির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকা উচিত। দেশের অবস্থা কোনো ভাবেই ভালো নয়, স্মরণকালের ইতিহাসে পত্রিকা ম্যাগাজিন সহ সকল প্রকার সংবাদ মাধ্যমকে এতো ম্যানিপুলেটেড হতে আমি কখনও দেখিনি। তাছাড়া ব্লগে একজন ব্লগার বেশ কিছু লেখকের নাম লিখে পোস্ট দিয়ে একটি হিট লিস্ট তৈরি করেছিলো। বিষয়টি যথেষ্ট পরিমাণ উদ্বেগজনক।
গত এক মাস ধরে একজন ব্লগার নিয়ম করে আমার পোস্টে এসে হাজিরা দিচ্ছেন! গতকাল তিনি আমাকে ফলো করেছেন শাহাদাতুর রহমান সোহেল হতে পারেন তিনি একজন সাধারণ লেখক, আবার হতে পারেন তিনি একজন সন্দেহভাজন ব্যক্তি। তার ব্লগ নিক একটি জিমেইল [email protected] যাতে নামের সাথে ICT উল্লেখ করা আছে। আমার ব্লগিং সময় কালে এমন কাউকে পাইনি যিনি আমার পোস্ট নিয়মিত পড়েন অথচ কোনো মন্তব্য করেন না। তিনি গত একমাস যাবত আমার লেখা পড়ছেন অথবা আমার লেখা ফলো করছেন! কিন্তু কোনো লেখায় মন্তব্য করছেন না! হতে পারে আমার লেখা তার পড়ার ইচ্ছে হয়েছে, ভালো। তবে তিনি যদি ভিন্ন কোনো চিন্তায় আমাকে ফলো করে থাকেন তাহলেও - ভালো।
বিষয়টি সামহোয়্যারইন ব্লগ, ব্লগ কর্তৃপক্ষ সহ সকল ব্লগারদের অবগতির জন্য জানানো হলো।
সবাইকে ধন্যবাদ
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
বিশেষ দ্রষ্টব্যঃ জরুরী বিষয় মনে করে পোস্ট লেখা হয়েছে। অযাচিত ও অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



