
আওয়ামী লীগ বর্ষীয়ান নেতা জনাব তোফায়েল আহমেদ সাহেব খুব সম্ভব গত চার পাঁচদিন যাবত প্রতিদিন এক বার করে মারা যাচ্ছেন! আমাদের সামহোয়্যারইন ব্লগের বিশিষ্ট ও একনিষ্ঠ কয়েকজন আওয়ামী সমর্থক, আওয়ামী অন্তপ্রাণ, আওয়ামী লেখক, আওয়ামী গবেষক, আওয়ামী ইতিহাসবিদ, আওয়ামী সান্ডা ও আওয়ামী পান্ডা প্রতিদিন অন্তত একবার করে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন “তোফায়েল আহমেদ আর নেই, তোফায়েল আহমেদ মারা গিয়েছেন"।
আমি সত্যি সত্যি বাক্যহারা। কেউ অনন্তকাল বেঁচে থাকবেন না। শেষ শ্রদ্ধা, শেষ বিদায় বলে কি কিছুই নেই! এ কোন ধরনের শাস্তি! প্রতিদিন তোফায়েল আহমেদ সাহেবকে একবার করে মারতে হবে, আবার তাঁকে জীবিত করতে হবে। আবার তাঁকে মারতে হবে! আবার জীবিত আবার মৃত্যু - এ কোন ধরনের শাস্তি! এই শাস্তির নাম কি?
আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে তিনি হয়তো নতুন করে তাঁর জীবিত ও মৃত গল্পটি লিখেতেন, তিনি লিখতেন “কাদম্বিনী, দুঃখিত! তোফায়েল আহমেদ মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই”।
জনম দুঃখী বাংলাদেশে যারা রাজনীতিতে জড়িত! - তারা কবে মানুষ হবে?
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


