
নকল কমবেশি সব সময় ছিলো। ৮০ এর দশকে প্রশাসন পুলিশ ও শিক্ষা খাতে যারা চাকরিতে জয়েন করেছিলেন তাঁদের জন্য খুব বড় ধরনের একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছিলো! মাত্র কয়েক বছর পর - ৯০ এর দশকে এসএসসি ও এইচএসসি পরিক্ষায় সাধারণ ছাত্র ছাত্রীর অবাধ নকল ও প্রশ্নফাঁস যাত্রা শুরু হয়। যা মোটামোটি মহামারী আকার ধারণ করে। এরশাদ সরকার পতনের পর থেকে দেশে নকলের বন্যা শুরু হয়। আর এই নকলের বন্যা সামালাতে গিয়ে প্রশাসনের লোকজনের রাতের ঘুম রিতিমতো হারাম হয়ে উঠে। পপি লাইব্রেরী ও গ্লোব লাইব্রেরী থেকে প্রকাশিত ছোট ছোট গাইড বই নোট বই ছিলো নকল করার জন্য অন্যতম। এসএসসি ও এইচএসসি বোর্ড পরিক্ষা ছাড়াও স্কুল কলেজের বার্ষিক পরিক্ষাতেও বইয়ের পৃষ্টা ব্লেড কাঁচি দিয়ে কেটে কেটে স্কুল কলেজের ছাত্র ছাত্রী নকল করা শুরু করে। ৯০ এর দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত অনুবাদ সিরিয়াল আলিফ লায়লার মতো ছাত্র ছাত্রীর নকলও হয়ে গিয়েছিলো জনপ্রিয়।
৯০ এর দশকে যারা এসএসসি এইচএসসি করেছেন তাদের লেখা গল্প যখনই ফেসবুক ব্লগ বা যে কোনো মাধ্যেমে পড়ি আমার কেনো জানি মনে হয়, কোথাও না কোথাও কোনো সমস্যা আছে। গল্পের প্লট নকল হওয়ার সমূহ সম্ভবনা আছে। কারণ তাদের গল্পে একটি কমন বার্তা ও সাবধান বাণী থাকে “DON'T JUDGE A BOOK BY ITS COVER" অর্থাৎ তাদের গল্প হালকাভাবে নেওয়ার মতো দুঃসাহস যেনো ভুলেও কেউ না করেন। তাদের গল্প অনেক ভারী! এতোই ভারী যে, কোনো প্রকাশক এই গল্পগুলো প্রকাশে ইনভেস্ট করতে আগ্রহী হতে পারেন না। লেখকের নিজ খরচে গল্প উপন্যাসের বই প্রকাশ করতে হয়!
DON'T JUDGE A BOOK BY ITS COVER - এই গল্পগুলোর অধিকাংশ সারকথা হচ্ছে, গল্পের নায়ক একজন অতি সাধরণ মানুষ। অতি অতি অতি সাধারণ মানুষ! যার কোনো অফিসিয়াল ড্রেসকোড নেই। যার সাথে কোনো সহকারী নেই, কোনো রানার নেই, বডিগার্ড তো অনেক দূরের চিন্তা! তাঁর আসল পরিচয় তিনি বিশাল বিশাল বিশালাকার মাল্টি ন্যাশনাল কোম্পানির এমডি, সিইও, অপারেশন ডিরেক্টর, একজন ভিআইপি, ভিভিআইপি, সিআইপি ইত্যাদি ইত্যাদি। যিনি নিজ পরিচয় গোপন করে রাখেন, গোপন জীবন যাপন করেন। আর এমন বিশেষ নায়কের বিপরীতে যিনি রোল করেন তিনি আয়োডিনের অভাবে মোটামোটি মাথামোটা একজন আহাম্মক অথবা তৃতীয় শ্রেনীর ছ্যাবলা ছ্যাচরা জোকার!
এই ধরেনর গল্পে কিছু কমন দৃশ্য আছে, গল্পের নায়ক খুবই সাধারণ চলাফেরা করেন, জামা কাপড়ে হয়তো আয়রনও করা থাকে না, তবে নায়ক দেখতে খুবই সুন্দর ঝকঝকে টকটকে লাল আমের মতো। চশমা পড়েন, ঠিক চশমা দিয়ে পড়ালেখা বা দেখার জন্য নাহ! চশমা পড়েন চশমার কাঁচের উপর দিয়ে দেখার জন্য!
গল্প ও গল্পের প্লট কোন দেশ থেকে নকল করা হয়েছে তার সন্ধানে গিয়ে দেখি বিশাল কারবার! DON'T JUDGE A BOOK BY ITS COVER প্লটের নাটকে আমাদের ইউটিউব সয়লাব হয়ে আছে।
নাটকের নাম: -
০১। চাকরিজীবী বউ
০২। ভালবাসার রং
উল্লেখিত দুইটি নাটকের পাঁচ দশ মিনিট করে দেখার পর খুব সম্ভব আর ভিডিও দেখার প্রয়োজন হবে না। নাটকের কোন প্লট থেকে গল্প নকল করা হয়েছে তা অনুমেয়। তারপরও আরও কিছু নাটকের নাম সংযোজন করেছি, এই ধরনের নাটক ইউটিউবে শত সহস্র আছে হয়তো তারও বেশি।
০৩। সিইও স্যার
০৪। কোটি টাকার চাকর
০৫। কোটিপতি ছেলে যখন অফিসের কর্মচারী
০৬। রাখাল ছেলের কোটি টাকার ব্যবসা
০৭। চাকর থেকে কোটিপতি
০৮। কোটিপতি যখন চাকর
০৯। কাজের ছেলে কোটিপতি
১০। গার্মেন্টস মালিক যখন ওয়েটার
এই ধরনের নাটক দেখে দেখে নাটকের প্লট থেকে নকল করে করে গল্প লিখে ফেসবুকে পোস্ট হয়, পোস্ট হয় ব্লগেও। এই গল্পগুলো বইমেলতেও বই আকারে প্রকাশিত হয়। আপনি যদি বাইচান্স কিছুই না হতে পারেন। তাহলে একটি পথ খোলা আছে আপনি “লেখক” হতে পারেন। ইউটিউবে এই নাটকগুলোর প্লট থেকে “কিছু নকল, কিছু লবন, কিছু চিনি মিক্স করে” আট দশটি গল্প লিখে নিজ পয়সায় বই প্রকাশ করতে পারেন। এখন আপনি একজন লেখক, সাহিত্যিক, গল্পকার, প্রবন্ধকার।
বই মেলার পূর্বে ফেসবুক, ব্লগ সহ নানান মাধ্যেমে আমি সিজনাল লেখকের দেখা পেয়েছি। যারা বছরের অন্য সময়ে অনুপস্থিত থাকেন। বই মেলার কাছাকাছি সময়ে তাঁরা চলে আসেন। ডেস্টিনি ২০০০ লিমিটেডের মতো বইয়ের মার্কেটিং করেন। বই মেলা শেষ - তাঁরা আবার হাপিস হয়ে যান। ডেস্টিনির মতো নাছোরবান্দা হয়ে যমের অরুচি অখাদ্য বই আমাদের কাছে চাপিয়ে দিয়ে চলে যান।
আত্মকথা: ৯০ এর জেনারেশনের অনেক অনেক আছেন যারা সত্যি সত্যি সুশিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত মানুষ অথবা একজন ভালো মানুষ। লেখাটি ব্লগের ভাষায় - “জেনারেলাইজড করে লেখা না”। তাই এই দোষ সকলের মাথায় আত্মবোঝা হিসেবে টেনে না নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


